TRENDING:

Check in Glitch at Airports: একাধিক বিমানবন্দরে চেক ইন বিভ্রাট, দেরিতে উড়ছে বিভিন্ন সংস্থার উড়ান! যাত্রীদের জন্য পরামর্শ দিল এয়ার ইন্ডিয়া

Last Updated:

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে দাবি করা হয়েছে, বিভিন্ন বিমানবন্দরে থার্ড পার্টি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেক ইন সিস্টেমে গোলযোগ৷ যার প্রভাব পড়েছে দেশের একাধিক বিমানবন্দরে৷ এর ফলে দেরিতে উড়ছে বিভিন্ন সংস্থার উড়ান৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা বিবৃতিতে এমনই দাবি করা হয়েছে৷ দ্রুত এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে জানিয়েছে সংস্থা৷
এই পরামর্শে জোর দেওয়া হয়েছে যে, যেকোনও গোয়েন্দা তথ্য বা সতর্কতা অবিলম্বে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে শেয়ার করতে হবে। অন্যান্য পদক্ষেপের মধ্যে, নিরাপত্তা সংস্থা পরামর্শ দিয়েছে যে সমস্ত কর্মী, ঠিকাদার এবং দর্শনার্থীদের জন্য কঠোর পরিচয়পত্র পরীক্ষা করা উচিত, পাশাপাশি সমস্ত সিসিটিভি সিস্টেম কার্যকর এবং ক্রমাগত পর্যবেক্ষণ করা নিশ্চিত করা উচিত। রাজ্য পুলিশ, বিমানবন্দর এবং বিমান সংস্থা সহ সকল অংশীদারদের কাছে এই পরামর্শ জারি করা হয়েছে।
এই পরামর্শে জোর দেওয়া হয়েছে যে, যেকোনও গোয়েন্দা তথ্য বা সতর্কতা অবিলম্বে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে শেয়ার করতে হবে। অন্যান্য পদক্ষেপের মধ্যে, নিরাপত্তা সংস্থা পরামর্শ দিয়েছে যে সমস্ত কর্মী, ঠিকাদার এবং দর্শনার্থীদের জন্য কঠোর পরিচয়পত্র পরীক্ষা করা উচিত, পাশাপাশি সমস্ত সিসিটিভি সিস্টেম কার্যকর এবং ক্রমাগত পর্যবেক্ষণ করা নিশ্চিত করা উচিত। রাজ্য পুলিশ, বিমানবন্দর এবং বিমান সংস্থা সহ সকল অংশীদারদের কাছে এই পরামর্শ জারি করা হয়েছে।
advertisement

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে দাবি করা হয়েছে, বিভিন্ন বিমানবন্দরে থার্ড পার্টি সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে৷ এর জেরে এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন বিমান সংস্থার চেক ইন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে৷

এই সমস্যা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বেশ কিছু উড়ান ছাড়তে দেরি হবে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে৷

উড়ান কখন ছাড়বে তার সর্বশেষ আপডেট দেখে নিয়ে যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে এয়ার ইন্ডিয়া৷ এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো-র কিছু বিমানও দেরিতে উড়ছে বলে খবর৷ তবে সেই বিলম্ব চেক ইন সমস্যার জন্য কি না, তা স্পষ্ট করেনি সংস্থা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যামাডিয়াস নামে একটি সফটওয়্যারে সমস্যার জন্য চেক ইন বিভ্রাট দেখা দিয়েছে৷ বিভিন্ন বিমান সংস্থা বুকিং, রিজার্ভেশন, ডিপার্চার কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করে থাকে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Check in Glitch at Airports: একাধিক বিমানবন্দরে চেক ইন বিভ্রাট, দেরিতে উড়ছে বিভিন্ন সংস্থার উড়ান! যাত্রীদের জন্য পরামর্শ দিল এয়ার ইন্ডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল