TRENDING:

Nipah Virus: ক্রমেই থাবা বসাচ্ছে নিপা ভাইরাস! এবার কেরল থেকে আসা ফলের উপরে বাড়তি নজরদারি প্রশাসনের

Last Updated:

ইতিমধ্যেই মেঙ্গালুরুতে ৮টি মেডিক্যাল কলেজে জ্বর আক্রান্ত রোগীদের ভিড় বাড়তে শুরু করেছে৷ অনেকেই জ্বরের সমস্যা (ব্রেন ফিভার) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরল: নিপা ভাইরাসের আতঙ্কে কাঁপছে কেরল৷ ইতিমধ্যেই সে রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের৷ আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ -এ৷ নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছে ৭০০-র বেশি মানুষ৷ এঁদের মধ্যে ৭৭ জন হাই রিস্ক ক্যাটেগরির৷ ১৫৩ জন স্বাস্থ্যকর্মী৷ ১৩ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
advertisement

এমন পরিস্থিতিতে কেরলের প্রতিবেশী রাজ্য কর্ণাটক সহ অন্যান্য রাজ্যের প্রশাসনকেও সতর্ক করা হচ্ছে৷ ভাইরাসের সংক্রমণ যাতে দ্রুত না ছড়িয়ে পড়ে, সে জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা৷ সম্প্রতি কেরল থেকে আগত ফলের আমদানির উপরেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন৷

দক্ষিণ কর্ণাটকেও নিপা ভাইরাস নিয়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ জারি হয়েছে একাধিক নির্দেশিকাও৷ আপাতত, প্রশাসনিক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে, কেরল থেকে আসা সমস্ত ফলই যেন ভাল করে যাচাই করে নেওয়া হয়৷ পুলিশকর্মীদের প্রত্যেকটি চেকপোস্টে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷

advertisement

আরও পড়ুন:‘আমাকে গ্রেফতার করুন..!’ লিপ্স অ্যান্ড বাউন্ডস নিয়ে মুখ খুললেন অভিষেক, ছুঁড়লেন চ্যালেঞ্জ

জানানো হয়েছে, প্রত্যেক ফল বোঝাই ট্রাক বা লরি যাতে তাঁরা পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করেন৷ যেহেতু ফলাহারী বাদুড় থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই কারণে আমদানি হওয়া ফলের উপরে এই কড়া নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর৷

advertisement

ইতিমধ্যেই মেঙ্গালুরুতে ৮টি মেডিক্যাল কলেজে জ্বর আক্রান্ত রোগীদের ভিড় বাড়তে শুরু করেছে৷ অনেকেই জ্বরের সমস্যা (ব্রেন ফিভার) নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷

আরও পড়ুন: ‘১৪ মাস হয়ে গেছে!’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের নাম! হঠাৎ…

সরাসরি মস্তিষ্কে আক্রমণকারী এই ভয়ঙ্কর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত কেরলে দু’জনের মৃত্যু হয়েছে৷ মানবদেহের পাশাপাশি পশুপাখিদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে নিপা ভাইরাস। ফলাহারী বাদুড় বা ‘ফ্রুট ব্যাটস’-এর মাধ্যমে মূলত এর সংক্রমণ ঘটে।

advertisement

সংক্রামক এই অসুখে শ্বাসকষ্ট থেকে এনকেফ্যালাইটিস দেখা দিতে পারে৷ অর্থাৎ মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে৷ নিপা ভাইরাসের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হয় ৪ থেকে ২১ দিন৷ এ সময় আক্রান্তের জ্বর, মাথাব্যথা, ক্লান্তি, বমির মতো উপসর্গ দেখা দিতে পারে৷ এই রোগের ক্ষেত্রে মাথাব্যথা, সর্দিকাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে৷

advertisement

আচরণেও কিছু পরিবর্তন আসতে পারে৷ অনেকে পেশির যন্ত্রণা, তীব্র ক্লান্তির মতো উপসর্গেও আক্রান্ত হন৷ সাধারণ জ্বরেও এই লক্ষণ স্বাভাবিক৷ তাই এই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Nipah Virus: ক্রমেই থাবা বসাচ্ছে নিপা ভাইরাস! এবার কেরল থেকে আসা ফলের উপরে বাড়তি নজরদারি প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল