Abhishek Banerjee: ‘১৪ মাস হয়ে গেছে!’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের নাম! হঠাৎ...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল তামাম রাজ্য রাজনীতিতে৷ তার উপর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে থেকে একের পর এক উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা৷ শিক্ষকের চাকরি বিক্রির অভিযোগের সেই তদন্ত এখও চলছে৷ এসএসসি থেকে তা গড়িয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়ে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে৷
কলকাতা: ২০২২ সালের ২২ জুলাই৷ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের একটি দল, তারপর রাতভর তল্লাশি৷ শেষে ২৩ জুলাই গ্রেফতারি৷ ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবস৷ বিপুল জন সমাবেশ৷ আর সেই সমাবেশের ঠিক দু’দিন পরেই তৃণমূল সরকারের মন্ত্রীর গ্রেফতারি৷
পার্থ চট্টোপাধ্যায়ের সেই গ্রেফতারি নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল তামাম রাজ্য রাজনীতিতে৷ তার উপর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে পর পর কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধারের ঘটনা৷ চাকরি ‘বিক্রি’র অভিযোগের সেই তদন্ত এখনও চলছে৷ এসএসসি থেকে তা গড়িয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়ে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে৷
আরও পড়ুন:‘আমাকে গ্রেফতার করুন..!’ লিপ্স অ্যান্ড বাউন্ডস নিয়ে মুখ খুললেন অভিষেক, ছুঁড়লেন চ্যালেঞ্জ
কিন্তু, এর মধ্যে, গোটা একটা বছর কেটে গেলেও একটি বিষয় একই আছে৷ তা হল, এই এক বছরে শত চেষ্টা সত্ত্বেও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ চলে গেছে আরেকটা ২১ জুলাই৷ একাধিক বার আদালতে জমা পড়েছে তাঁর জামিনের আবেদন৷ বারবার জানিয়েছেন তিনি অসুস্থ৷ কিন্তু, বারবারই প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়েছে হয়েছে তাঁর আবেদন৷
advertisement
advertisement
গ্রেফতারির পরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম বড় একটা মুখে আনতে দেখা যায়নি তৃণমূলের তাবড় নেতাদের৷ অভিষেকের তো নয়ই৷ প্রত্যেকেই বলেছেন, তদন্ত চলছে, কেউ কোনও অপরাধ করে থাকলে নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে৷ কিন্তু, ১৩ সেপ্টেম্বর ২০২২ এ ঘটল সেই ঘটনা৷ তৃণমূলের প্রাক্তন মহাসচিবের নাম একবারের জন্য হলেও উচ্চারণ করলেন অভিষেক৷ তুলনা টানলেন৷
advertisement
ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বললেন, ‘‘গত ২২ জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে৷ ১৪ মাস হয়েছে৷ কী হয়েছে? সারদা ট্রায়াল শুরু হয়নি৷ নারদা ৬-৭ বছর এনকোয়ারি হয়েছে৷ এই যদি তদন্তকারী সংস্থার ভূমিকা হয়.. আমার প্রশ্ন এই কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা ক্রেডিবিলিটি কী? ৯ বছর সুদীপ্ত সেন কাস্টডিতে৷ কত টাকা সারদার আমানতকারীরা ফেরত পেয়েছেন৷ Allex স্টুডেন্ট এডুকেশন স্ক্যাম কে বিচার পেয়েছে?’’
advertisement
আরও পড়ুন: ‘সময় নষ্ট! জিরো ছিল, মাইনাস ২’, প্রায় ৯ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে বললেন অভিষেক
এরপরেই শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁর মন্তব্য, ‘‘ যাঁদেরকে টিভি পর্দায় ঘুষ নিতে দেখা যায় তাঁদেরকে hc কেন কিছু বলে না’’
বুধবার বিরোধী জোট ইন্ডিয়া-র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনেই নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ দিন কয়েক আগে নিজেই কেন্দ্রের মোদি সরকারকে তুমুল কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্টে এ কথা জানিয়েছিলেন অভিষেক৷
advertisement
এদিন বেলা ১১টা বেজে ৩৫ মিনিট নাগাদই ইডির ডাকে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে ছিল নথিপত্র৷ কালো গাড়ির ভিতর থেকে হাতজোড় করে সাংবাদিকদের অভিবাদন করতেও দেখা যায় তাঁকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 13, 2023 11:07 PM IST