চন্দ্রিমা বলেন, “আমরা সব সময়েই মানুষের পক্ষে, জনদরদী এবং কেন্দ্রীয় সরকারও জন দরদী। তবে আপনি মনরেগা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অনুমোদন করেছিলেন। তারপরেও মনরেগায় এক তৃতীয়াংশ জব কার্ড উপভোক্তা গত ২ বছরে কাজ করার পরেও তাঁদের মজুরি মেটানো যায়নি। একই পরিস্থিতি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও। টাকা অনুমোদন করেছিল সংশ্লিষ্ট মন্ত্রক। তারপরেও সেই টাকা পায়নি বাংলা।”
advertisement
আরও পড়ুন: ‘চারটে মন্ত্রিত্ব নিয়ে বসেছিলেন, তখন বলেননি কেন?’ দুর্নীতি নিয়ে শুভেন্দুকে প্রশ্ন অভিষেকের
এর জন্য অর্থমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানান চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত উল্লেখ্য, মন রেগা এবং আবাসে বকেয়া আদায়ের দাবিতে কলকাতায় বিক্ষোভ, ধরনা কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে একশো দিনের কাজের শ্রমিকদের চিঠি দিয়ে এসেছিল তৃণমূল। চিঠির সেই বান্ডিল কাঁধে নিয়ে নিজেই কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করেননি তাঁর সঙ্গে। অবশেষে সেই চিঠি ফের ফিরে এল কলকাতায়।
কলকাতায় এসে ফের রাজ ভবনের সামনে টানা ধরনায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে দেখা না করে তিনি ধরনা তুলবেন না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ৷ যে সমস্ত চিঠি দিয়ে কেন্দ্রীয় বকেয়া মেটানোর দাবিতে তিনি দিল্লি গিয়েছিলেন, তা তিনি রাজ্যপালকে পড়াবেন বলেও জানিয়েছেন অভিষেক৷
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন