গতকালই ইসরো শ্রীহরিকোটা থেকে এলভিএম৩-এম৪ হেভিলিফট রকেট উৎক্ষেপণ করেছে৷ ইসরো প্রধান জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাক চললে আগামী ১ অগাস্ট পৃথিবী ছেড়ে ছেড়ে বেরোবে চন্দ্রযান৷ এর পর চন্দ্রযান-৩ চাঁদের দিকে রওনা দেবে৷ এর পর পরিকল্পনামাফিক সব এগোলে ২৩ অথবা ২৪ অগাস্ট চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করবে৷’
Read : চন্দ্রযান-৩ ল্যান্ডিং লাইভ | Chandrayaan-3 Landing Live Updates
advertisement
আরও পড়ুন: সফল উড়ান! কক্ষপথে পৌঁছে দিচ্ছে ‘বাহুবলী’ রকেট, চাঁদের মাটি থেকে এবার উঠবে সেলফি-ও
ইসরো প্রধান এস সোমনাথ আরও জানান, চাঁদের যে অংশে চন্দ্রযান ৩ অবতরণ করবে, সেখানে আলোর উৎস রয়েছে৷ ফলে তা থেকেই সৌর শক্তি তৈরি করতে সুবিধে হবে৷ ফলে আমাদের চন্দ্রযানটি সেখানে অন্তত ১৫ দিন সময় পাবে৷
চন্দ্রযান-৩ -এর সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ সফরে চন্দ্রযান-৩ এক নতুন অধ্যায় লিখল৷ প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাশাকে জাগিয়ে তুলে তা ভেসে চলেছে৷ আমাদের বিজ্ঞানীরা অক্লান্ত ভাবে যে পরিশ্রম করেছেন, এই কৃতিত্ব তারই প্রমাণ৷ আমি তাঁদের মনোবল এবং উদ্ভাবনী ক্ষমতাকে সম্মান জানাই৷’
চন্দ্রযান-৩ অভিযান যদি সফল হয়, সেক্ষেত্রে আমেরিকা, চিন এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পর চতুর্থ দেশ হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী হবে ভারত৷ তবে তার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে ইসরোর বিজ্ঞানীদের সামনে৷ চাঁদের মাটিতে মহাকাশ যানের সফল অবতরণ বা সফট ল্যান্ডিংই এখন ইসরোর বিজ্ঞানীদের কাছে সব থেকে কঠিন পরীক্ষা৷ অগাস্ট মাসের দ্বিতীয়ভাগে তার জন্য জটিল প্রযুক্তিগত পরিকল্পনা করে রেখেছেন ইসরোর বিজ্ঞানীরা৷
চন্দ্রযান-৩ কে ঘিরে স্বপ্ন দেখার মধ্যেই বার বার ফিরে আসছে শেষ মুহূর্তে চন্দ্রযান-২ অভিযানের ব্যর্থতার স্মৃতি৷ যদিও ইসরোর শীর্ষ কর্তা এস সোমনাথ জানিয়েছেন, ২০১৯ সালের সেই অভিযান থেকে শিক্ষা নিয়েই এবারের অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরো৷ ফলে চন্দ্রযান-৩ শেষ পর্যন্ত চাঁদের মাটি ছোঁবে, এ বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী ইসরোর বিজ্ঞানীরা৷