TRENDING:

#Maan ki Baat: চন্দ্রযান-২ র উৎক্ষেপণ আমায় আরও নির্ভীক করেছে, মন কি বাতে বললেন মোদি

Last Updated:

যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন তা উৎক্ষেপণ সম্ভব না হলেও, তাতে মনোবল হারাননি বিজ্ঞানীরা৷ দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেছেন৷ এর থেকে দেশের প্রধানমন্ত্রীও শিক্ষা নিয়েছেন বলে নিজেই জানিয়েছেন মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে তিনি শুধু গর্বিত নন, এই প্রক্রিয়া থেকে তিনি শিক্ষাও নিয়েছেন৷ চন্দ্রযান-২ উৎক্ষেপণ তাঁকে আরও নির্ভীক করেছে৷ মন কি বাত অনুষ্ঠানে এই কথা বললেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন যে যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন তা উৎক্ষেপণ সম্ভব না হলেও, তাতে মনোবল হারাননি বিজ্ঞানীরা৷ দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেছেন৷ এর থেকে দেশের প্রধানমন্ত্রীও শিক্ষা নিয়েছেন বলে নিজেই জানিয়েছেন মোদি৷
advertisement

চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন তিনি৷ তিনি জানান যে চন্দ্রযান-২ নিয়ে গর্বিত দেশ৷ এরফলে দেশবাসীর চাঁদ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলেই মত মোদির৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির চন্দ্রযান-২ ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল৷ সেপ্টেম্বরে চন্দ্রযান-২ চাঁদে নামবে, মন কি বাতে জানান প্রধানমন্ত্রী৷ আপাতত সাধারণের মত তিনিও তারই অপেক্ষায় রয়েছেন বলে মন কি বাতে জানান মোদি৷

advertisement

আরও পড়ুনপ্রয়াত প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পাশাপাশি মন কি বাতে জল সংরক্ষণ তিনি সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে সচেতনতামূলক প্রচার মোদির৷ সরকারের পাশাপাশি এনজিও-র প্রচার জরুরি বলে তাঁর মত৷ সচেতনতামূলক প্রচারের ফল মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে মেঘালয়ের উল্লেখ করেন তিনি৷ এই বিষয়ে মেঘালয় জল নীতি তৈরি করেছে৷ নমো জানান যে হরিয়ানা সরকারও বিকল্প চাষে উৎসাহ দিচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#Maan ki Baat: চন্দ্রযান-২ র উৎক্ষেপণ আমায় আরও নির্ভীক করেছে, মন কি বাতে বললেন মোদি