চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে মন কি বাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন তিনি৷ তিনি জানান যে চন্দ্রযান-২ নিয়ে গর্বিত দেশ৷ এরফলে দেশবাসীর চাঁদ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলেই মত মোদির৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির চন্দ্রযান-২ ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল৷ সেপ্টেম্বরে চন্দ্রযান-২ চাঁদে নামবে, মন কি বাতে জানান প্রধানমন্ত্রী৷ আপাতত সাধারণের মত তিনিও তারই অপেক্ষায় রয়েছেন বলে মন কি বাতে জানান মোদি৷
advertisement
আরও পড়ুনপ্রয়াত প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা জয়পাল রেড্ডি
এর পাশাপাশি মন কি বাতে জল সংরক্ষণ তিনি সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে সচেতনতামূলক প্রচার মোদির৷ সরকারের পাশাপাশি এনজিও-র প্রচার জরুরি বলে তাঁর মত৷ সচেতনতামূলক প্রচারের ফল মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে মেঘালয়ের উল্লেখ করেন তিনি৷ এই বিষয়ে মেঘালয় জল নীতি তৈরি করেছে৷ নমো জানান যে হরিয়ানা সরকারও বিকল্প চাষে উৎসাহ দিচ্ছে৷