TRENDING:

Chandrababu Naidu Arrest: ৩১৭ কোটি টাকার দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আটক তাঁর পুত্র

Last Updated:

Chandrababu Naidu Arrest: শুক্রবার রাতভর চরম টানাপড়েনের পর শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাঁকে গ্রেফতার করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ : তেলুগু দেশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুকে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হল শনিবার৷ ৩১৭ কোটি টাকার স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ শুক্রবার রাতভর চরম টানাপড়েনের পর শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাঁকে গ্রেফতার করে৷ আটক করা হয়েছে তাঁর ছেলে নারা লোকেশকেও৷ পুলিশ সূত্রে খবর, দু’ বছর আগে এই দুর্নীতি মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল৷
স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে
স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে
advertisement

শনিবার গভীর রাতে তদন্ত আধিকারিকরা পৌঁছন নান্দিয়ালে৷ গ্রেফতারির পরোয়ানা দেওয়া হয় চন্দ্রবাবুকে৷ কিন্তু তেলুগু দেশম পার্টির সমর্থকদের তীব্র প্রতিবাদে সে সময় গ্রেফতার করা সম্ভব হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ চন্দ্রবাবু নিজেও অভিযোগ করেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হচ্ছে৷ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তাঁর দলীয় কর্মী সমর্থকরা৷ অন্যদিকে টিডিপি-র মুখপাত্রের দাবি, গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছিলেন চন্দ্রবাবু নায়ডু৷

advertisement

ওয়াইএসআর কংগ্রেসের প্রধান তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বর্তমান সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ এনে গত বছর থেকে জেলাভিত্তিক যাত্রা করে আসছেন চন্দ্রবাবু। কিন্তু তাঁর কর্মসূচি ঘিরে একাধিক দুর্ঘটনা এবং অশান্তির ঘটনা ঘটেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রসঙ্গত গ্রেফতারির এক দিন আগেই চন্দ্রবাবু এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ অনন্তপুর জেলায় এক সমাবেশে তিনি বলেন, ‘‘আজ বা আগামিকাল আমাকে গ্রেফতার করা হতে পারে৷ ওরা আমাকে আক্রমণও করতে পারে৷ এক নয়, একাধিক বর্বরোচিত কাজ করতে পারে ওরা৷’’ শনিবার সাতসকালে গ্রেফতার করার পর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বিজয়ওয়াড়া জেলে৷ আজ অর্থাৎ শনিবারই আদালতে পেশ করা হবে তাঁকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Chandrababu Naidu Arrest: ৩১৭ কোটি টাকার দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আটক তাঁর পুত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল