TRENDING:

অর্ডিন্যান্সে সায়, ফিরছে জাল্লিকাট্টু

Last Updated:

জাল্লিকাট্টুকে পারম্পরিক খেলা হিসেবে স্বীকৃতি দিয়ে অর্ডিন্যান্স জারি করেছে রাজ্য সরার ৷ শনিবার এই অর্ডিন্যান্স রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠানো হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: জাল্লিকাট্টু নিয়ে প্রতিবাদ অব্যাহত ৷ প্রতিবাদের সুর চড়ছে । জাল্লিকাট্টু ফেরানোর জন্য রাস্তায় নেমেছে কাতারে কাতারে মানুষ ৷ পোঙ্গালে তাঁদের রীতি, মোষকে জড়িয়ে ধরে বাগে আনতে না পেরে ক্ষোভে ফুঁসছে রাজ্যের অধিকাংশ বাসিন্দা। অবশেষে সাড়া মিলল ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে অর্ডিন্যান্স জারি করেছে তাতে সম্মতি দিয়েছে কেন্দ্র ৷ এরপর খুব শীঘ্রেই তামিলনাড়ুর পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement

শুক্রবারই জাল্লিকাট্টুকে পারম্পরিক খেলা হিসেবে স্বীকৃতি দিয়ে অর্ডিন্যান্স জারি করেছে রাজ্য সরার ৷ শনিবার এই অর্ডিন্যান্স রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে পাঠানো হবে ৷ তিনি অনুমোদন দিলেই আর কোনও বাধা থাকবে না ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে তারা জাল্লিকাট্টুর পথ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বাধা দূর করার চেষ্টা করছে ৷

advertisement

অন্যদিকে এখনও মেরিনা সৈকতে মানুষের জমায়েত অব্যাহত ৷ প্রতিবাদী পড়ুয়ারা পাশে দাঁড়িয়েছে বিশ্বনাথন আনন্দ এবং এ আর রহমানের মতো সেলিব্রিটিরাও। জাল্লিকাট্টুর সমর্থনে লাগাতার অনশন করছেন রহমান ৷ ‘জাল্লিকাট্টুর জন্য তামিলনাড়ুর পাশে আছি’, টুইটে মন্তব্য সুরকার এ আর রহমানের ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জাল্লিকাট্টু শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছপা হতে রাজি নয় তামিলনাড়ুর জনতা। প্রতিবাদে শুক্রবার বেশকিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে ৷ রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে ট্যাক্সি, অটো ৷ রাজ্য সরকার কর্মচারীরা এর বিরোধীতা করে একটি মিছিল করবেন বলে জানা গিয়েছে ৷ ব্যাঙ্কের ইউনিয়ন জাল্লিকাট্টুর জন্য তাদের সমর্থন জানিয়েছেন ৷ শুক্রবার বেশ কয়েকটি সিনেমা হল ও স্কুল বন্ধ রাখা হয়েছে ৷ ডিএমকে রেল লাইনে বিক্ষোভ জানানোয় বাতিল করতে হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অর্ডিন্যান্সে সায়, ফিরছে জাল্লিকাট্টু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল