TRENDING:

Work from Home: ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা, গর্ভবতী ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে সুবিধা

Last Updated:

Work from Home: কেন্দ্রের আদেশ অনুসারে আন্ডার সেক্রেটারি স্তরের নীচে থাকা ৫০ শতাংশ কর্মচারীর জন্য বাড়ির থেকে কাজের কথা জানানো হয়েছে৷ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষভাবে সক্ষম এবং গর্ভবতী মহিলা কর্মচারীদের অফিসে যাওয়া থেকে বিরত রাখবে সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের বাড়ল দেশের  ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) সময়সীমা৷ কেন্দ্রের আদেশ অনুসারে  আন্ডার সেক্রেটারি (Under Secretary) স্তরের নীচে থাকা ৫০ শতাংশ কর্মচারীর জন্য  বাড়ির থেকে কাজের কথা জানানো হয়েছে৷  ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষভাবে সক্ষম এবং গর্ভবতী মহিলা কর্মচারীদের অফিসে যাওয়া থেকে বিরত রাখবে সরকার।
এইচসিএল
এইচসিএলের (HCL) এব্যাপারে অন্য দুই প্রতিযোগী সংস্থার চেয়ে পরিকল্পনা অনেক স্পষ্ট- সাফ জানাচ্ছে তারা যে হাইব্রিড মডেলেই কাজ চলবে, এই ব্যাপারে তাদের কোনও দ্বিধা নেই। কর্মীদের মানসিক, শারীরিক স্বাস্থ্য এবং দাবির সঙ্গে ভারসাম্য বজায় রেখেই ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যাবে তারা।
এইচসিএল এইচসিএলের (HCL) এব্যাপারে অন্য দুই প্রতিযোগী সংস্থার চেয়ে পরিকল্পনা অনেক স্পষ্ট- সাফ জানাচ্ছে তারা যে হাইব্রিড মডেলেই কাজ চলবে, এই ব্যাপারে তাদের কোনও দ্বিধা নেই। কর্মীদের মানসিক, শারীরিক স্বাস্থ্য এবং দাবির সঙ্গে ভারসাম্য বজায় রেখেই ব্যবসার কাজ এগিয়ে নিয়ে যাবে তারা।
advertisement

৩ জানুয়ারি একটি আদেশ জারি করেছিল কেন্দ্র৷ করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ৩১ জানুয়ারি পর্যন্ত আন্ডার সেক্রেটারি(Under Secretary) স্তরের নীচের ৫০ শতাংশ (50%) কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার (Work From Home) অনুমতি দেয় সরকার। সেই নির্দেশই ফের বাড়ানো হয়েছে৷ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হবে সেই সময়সীমা৷ অফিসে ভিড় এড়াতে সময়সীমা  সকাল ৯ টা থেকে সাড়ে ৫টা এবং সকাল ১০টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দুভাগে ভাগ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: তিন বছরে চালু হবে চারশো বন্দে ভারত এক্সপ্রেস, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

অন্যদিকে দেশের দৈনিক করোনা  (Coronavirus) সংক্রমণ নামল দু’লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন আক্রান্ত হয়েছে।  মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ১৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে প্রথম কেরল৷  মঙ্গলবার দেশে দৈনিক সংক্রমণের হার ১১.৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে।

advertisement

আরও পড়ুন: করদাতাদের আশায় জল, ব্যক্তিগত আয়করে কোনও বদল আনলেন না সীতারমণ

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গত কয়েক বছরে দেশ জোড়া পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই ৷ পাল্টে গিয়েছে সামগ্রিক ছবি৷ অতিমারি মুহূর্তের মধ্যে উল্টে দিয়েছে যাপন৷ যেন কোনও এক ভয়, কোনও ভীতি কিংবা কোনও অশরীরী শক্তি শিকল পরিয়েছে পায়ে৷ টেনে দিয়েছে লক্ষণ রেখা৷ যার বাইরে পা রাখলেই সমূহ বিপদ৷ এই ভয় আবালবৃদ্ধবণিতার৷ এই ভয় থেকেই উঠে এসেছে বাড়ি বসে কাজের ধারণা৷ সময়টা অনেকটাই৷ মানুষ ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে৷ অভ্যস্তও হচ্ছে বই কী! শিশুরাও স্বাচ্ছন্দ্য অনলাইন পড়াশোনায়৷এই পরিস্থিতিতে গর্ভবতী মহিলা (Pregnant Womsn) এবং বিশেষভাবে সমর্থদের (Persons with disabilities) দিকে লক্ষ্য রাখছে সরকার৷ যা যথেষ্ট আশাজনক৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Work from Home: ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা, গর্ভবতী ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল