‘X’ সোশ্যাল মিডিয়া মাধ্যমে (সাবেক ট্যুইটার) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘১৯৭৫ সালের ২৫ জুন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে ভারতীয় গণতন্ত্রের আত্মার গলা টিপে ধরেছিলেন৷ এর মাধ্যমেই সকলের সামনে এসেছিল তাঁর স্বৈরাচার মনস্কতা৷ লক্ষ লক্ষ মানুষকে জেলে পোরা হয়েছিল, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল’৷
আরও পড়ুন: গ্রামীণ উন্নয়নে কেন্দ্রের বরাদ্দ অর্থ খরচ হয়নি একাধিক জেলায়, রিপোর্ট পঞ্চায়েত দফতরের
advertisement
আরও পড়ুন: বিচ্ছেদের পরে স্বামীর থেকে খোরপোশ দাবি করতে পারেন মুসলিম মহিলারাও: সুপ্রিম কোর্ট
তাঁর পোস্টে অমিত শাহ লেখেন, ‘ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর ২৫ জুন ‘সংবিধান হত্যা’ দিবস হিসাবে পালন করবে৷ ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যে সমস্ত মানুষ অমানুসিক কষ্ট ও সমস্যার মধ্যে পড়েছিলেন, এই দিনটি তাঁদেরই অবদানকে স্মরণ করে পালিত হবে’৷
ইন্দিরা গান্ধির সরকার ১৯৭৫ সালের ২৫ জুন দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন৷ এর প্রায় ২ বছর পরে ১৯৭৭ সালের ২১ মার্চ দেশে ফের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়৷