TRENDING:

Mamata Banerjee’s Letter To PM Modi: 'ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই', মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া আইনের কথাই উল্লেখ করা আছে, তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ধর্ষণ এবং খুন সংক্রান্ত জঘন্য অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় কড়া আইনের কথাই উল্লেখ করা আছে, তাই নতুন করে আইন আনার প্রয়োজনীয়তা নেই। ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রীর পাঠানো দ্বিতীয় চিঠির জবাব দিল কেন্দ্র। আরজি কর কাণ্ডের পর থেকেই নারী নিরাপত্তা নিয়ে উত্তাল রাজ্য থেকে দেশ।
মমতার চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
মমতার চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
advertisement

এই ঘটনার পর বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কঠোর আইন আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কেন্দ্রকেও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে ক্ষেত্রে আরও কঠোর আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার, দ্বিতীয়বার আরও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সেই চিঠির জবাব দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী৷ মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে তিনি চিঠিতে জানিয়েছেন, ধর্ষণ বিরোধী নতুন কোনও আইন আনার প্রয়োজন নেই। এই প্রসঙ্গে তিনি চিঠিতে জানান, “ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ ও খুনের জন্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড থেকে ঘটনার বীভৎসতার উপর নির্ভর করে আজীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে।”

advertisement

এই প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, “কেন্দ্রের পক্ষ থেকে নারী নিরাপত্তায় যথেষ্ট কঠোর আইন আনা রয়েছে। কেন্দ্রও চায় রাজ্য এবং কেন্দ্র সব স্থানেই নারীরা যেন সুরক্ষিত থাকে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে অপরাধীরা যেন শাস্তি পায়। এবং নির্যাতিতার পরিবার যেন সঠিক ন্যায়বিচার পায় তা সুনিশ্চিত করা।”

এ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে চিঠিতে উল্লেখ করা হয়, “কেন্দ্রীয় সরকার নারীদের বিরুদ্ধে কোনও ধরনের হিংস্রতা বরদাস্ত করা হবে না। তাঁদের জন্য একটি সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত এবং লিঙ্গ নিরপেক্ষ সমাজ গড়তে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।”

আরও পড়ুন: আরজি করের প্রতিবাদে শামিল! কলকাতায় কনসার্ট বাতিল করলেন শ্রেয়া, কী জানালেন গায়িকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, “এখনও পর্যন্ত এইরকম স্পর্শকাতর বিষয়ে কোনও উত্তর পাইনি। যদিও কেন্দ্রের তরফ থেকে শুধুমাত্র নারী এবং শিশু কল্যাণ মন্ত্রক যারা এই বিষয়ে এতদিন কোনও মুখ খোলেননি তাঁরা চিঠির উত্তর দিয়েছে।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee’s Letter To PM Modi: 'ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই', মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল