TRENDING:

শ্লীলতাহানির শিকার খোদ কেন্দ্রীয় মন্ত্রী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Last Updated:

মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন ৷ এবার শ্লীলতাহানির শিকার এক মহিলা মন্ত্রী ৷ শুনতে অবাক লাগলেও, এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের মিরজাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন ৷ এবার শ্লীলতাহানির শিকার এক মহিলা মন্ত্রী ৷ শুনতে অবাক লাগলেও, এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের মিরজাপুর ৷ উল্লেখযোগ্য তাঁর নিজের লোকসভা কেন্দ্রেই হেনস্থার মুখে পড়তে হল অনুপ্রিয়া পটেল ৷
advertisement

আরও পড়ুন মাথা ঢাকার ফতোয়ায় 'না', প্রতিযোগিতা থেকে সরলেন মহিলা দাবাড়ু

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুপ্রিয়া একটি সমাজ কল্যানমূলক কাজে গিয়েছিলেন তাঁরই লোকসভা কেন্দ্রে ৷ সেখান থেকে বারাণসি ফেরার পথে তাঁর গাড়ি ধাওয়া করে একটি গাড়ি ৷ গাড়িতে থাকা ৩ যুবক পিছু নেন মন্ত্রীর কনভয় ৷ প্রথমে কোন গুরুত্ব না দিলেও পরে বিষয়টি ভয়ঙ্কর আকার ধারণ করে ৷ ৩ জনই মন্ত্রীর উদ্দেশ্যে কটূকথা ও গালিগালাজ দেয় ৷ কিছুক্ষণের মধ্যেই  উধাও হয়ে যায় নম্বর প্লেট হীন গাড়িটি ৷ এরপরই কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া সতর্ক করেন বারাণসি পুলিশকে ৷ তারা তড়িঘড়ি ব্যবস্থা নেয় ৷ নাকা বন্দি করা হয় সব গুরুত্বপূর্ণ রাস্তা ৷ ধরা পড়ে ৩যুবকেই ৷

advertisement

আরও পড়ুন জ্যান্ত কুকুরের ওপর ঢালা হল পিচ, তৈরি হল রাস্তা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতবছর একই রকমভাবে শ্লীলতাহানির মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও ৷ দিল্লি বিমানবন্দর থেকে চানক্যপুরির বাড়িতে ফেরার সময়ে তাঁকে হেনস্থা করে ৪ মদ্যপ যুবক ৷ আটক করা হয় ৪জনকেই ৷

বাংলা খবর/ খবর/দেশ/
শ্লীলতাহানির শিকার খোদ কেন্দ্রীয় মন্ত্রী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন