প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেশ কিছু রাজ্যে অক্সিজেন সিলিন্ডারের খামতি দেখা গিয়েছিল। নয়াদিল্লি সহ দেশের প্রায় প্রতিটি শহরেই অক্সিজেনের অভাব সামনে এসেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই অক্সিজেন সিলিন্ডার তৈরি রাখতে নির্দেশ দিয়েছে। নতুন পরামর্শে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেছেন যে সমস্ত রাজ্যের অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা উচিত। এছাড়াও, PSA সিস্টেমও প্রস্তুত রাখা প্রয়োজন।
advertisement
তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম এবং বর্তমানে বাড়ছে না। মক ড্রিলগুলি ফলো করুন, কর্মীদের সমস্যা সমাধান করুন এবং চিকিৎসার সরঞ্জামগুলিকে অগ্রাধিকার দিন।
শুক্রবার কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জানিয়েছিল বড়দিন এবং নববর্ষ উদযাপনের কারণে কোভিড নির্দেশিকাগুলি অনুসরণে পর্যাপ্ত ব্যবস্থা করতে। যদিও সরকার মাস্ক বাধ্যতামূলক করেনি। তবে সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে উপদেশ দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন, দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
আরও পড়ুন, বড়দিনের আনন্দে বড় কোপ! সঙ্গী খারাপ আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
করোনার জেরে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে চিনে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিডে। করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ ৭ এর জেরেই চিনে এই বেহাল পরিস্থিতি। পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সরকারও।