TRENDING:

Pahalgam Terror Attack: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শরীর, একসঙ্গে আর ফেরা হল না বাড়িতে...! কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে বিরাট উদ্যোগ কেন্দ্রের

Last Updated:

Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে সাত আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চালু করে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। বহু পর্যটক এখনও আটকে আছে। আজও বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন দিল্লি অবধি চালানো হবে। বিমান ভাড়ায় নজর রাখছে কেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গরমের ছুটি পড়তে না পড়তেই কাশ্মীর যাওয়ার হিড়িক শুরু হয় ভ্রমণপ্রেমীদের। তেমনই এপ্রিল ও মে মাসে ভরা মরশুমে ভ্রমণপিপাষু পর্যটকরা ছুটে যান ভুস্বর্গ কাশ্মীরে । কিন্তু তার মধ্যেই পহেলগাঁও রক্তাক্ত হয়েছে জঙ্গি হানায়। তারপর থেকে পর্যটকদের মনে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে।
মুম্বাই হামলার ডোজিয়ার আমরা মুম্বাই হামলার পর পাকিস্তানকে যে ডোজিয়ার দিয়েছিলাম তাতে স্পষ্ট প্রমাণ রয়েছে যে কিভাবে পাকিস্তানি আর্মি এবং ইন্টেলিজেন্স এজেন্সির লোকেরা এতে জড়িত। আইএসআই অফিসার মেজর ইকবাল ডেভিড হেডলিকে রেকির জন্য টাকা দিয়েছিলেন। মেজর আব্দুল রহমান পাশা হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তিনিই কাসাবসহ দশ হামলাকারীকে সামরিক কৌশল শিখিয়েছিলেন। কর্নেল সাদাতউল্লাহ সন্ত্রাসী এবং হ্যান্ডলারদের মধ্যে যোগাযোগের জন্য সরঞ্জাম সরবরাহ করেছিলেন। মেজর সাজিদ মির প্রশিক্ষণ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সমন্বয়ের কাজ দেখছিলেন। এটি কাসাব এবং হেডলি নিজেরাই স্বীকার করেছেন।
মুম্বাই হামলার ডোজিয়ার আমরা মুম্বাই হামলার পর পাকিস্তানকে যে ডোজিয়ার দিয়েছিলাম তাতে স্পষ্ট প্রমাণ রয়েছে যে কিভাবে পাকিস্তানি আর্মি এবং ইন্টেলিজেন্স এজেন্সির লোকেরা এতে জড়িত। আইএসআই অফিসার মেজর ইকবাল ডেভিড হেডলিকে রেকির জন্য টাকা দিয়েছিলেন। মেজর আব্দুল রহমান পাশা হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তিনিই কাসাবসহ দশ হামলাকারীকে সামরিক কৌশল শিখিয়েছিলেন। কর্নেল সাদাতউল্লাহ সন্ত্রাসী এবং হ্যান্ডলারদের মধ্যে যোগাযোগের জন্য সরঞ্জাম সরবরাহ করেছিলেন। মেজর সাজিদ মির প্রশিক্ষণ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সমন্বয়ের কাজ দেখছিলেন। এটি কাসাব এবং হেডলি নিজেরাই স্বীকার করেছেন।
advertisement

জম্মু-কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে সাত আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চালু করে দেওয়া হয়েছে ২৪x৭ হেল্পলাইন নম্বর। বহু পর্যটক এখনও আটকে আছে। আজও বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন দিল্লি অবধি চালানো হবে। বিমান ভাড়ায় নজর রাখছে কেন্দ্র। আজকেও কলকাতা থেকে একাধিক বুকিং বাতিল। এছাড়াও আগামী মাসের ট্যুর কার্যত হবে না বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন-নিজের মামার মেয়েকে বিয়ে, ১২ সন্তানের বাবা, ৩ বার হন মুখ্যমন্ত্রী, ৭০ বছরে ফের দ্বিতীয় বিয়ে, কে এই অভিনেতা? পরিচয় জানলে চমকে যাবেন

আজকে কুন্ডু স্পেশ্যালের ২ টো কাশ্মীর ট্রিপ ছিল৷ দুটোই আজকের জন্য বাতিল করা হয়েছে৷ প্রায় ৫৬ জন যাওয়ার কথা ছিল৷ এবং আজ থেকেই তাদের প্রত্যেককে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে৷ পর্যটকেরা অনেকেই নিজেরা তাদের ট্যুর বাতিল করেছেন৷ কুন্ডু স্পেশ্যালের বক্তব্য,যে ধরণের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাতে কী হবে তা তো আগে থেকে আগাম আঁচ করা যাচ্ছে না সেই কারণেই ট্যুর বাতিল৷

advertisement

আরও পড়ুন-ধেয়ে আসছে ‘মহাপ্রলয়’…! আর কোনও প্রাণ থাকবে না, কবে ধ্বংস হবে পৃথিবী? দিনক্ষণ জানিয়ে দিলেন নাসার বিজ্ঞানীরা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জম্মু কাশ্মীরের ট্যুরিসম ডিপার্টমেন্টের থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, আজকে বিমান, সড়ক ও রেলপথে প্রায় ২০ হাজারের বেশি ট্যুরিস্ট জম্মু এবং কাশ্মীর থেকে বেরিয়ে আসছে৷ এবং সন্ধের মধ্যে আরও ২টো স্পেশ্যাল ট্রেন দেওয়া হবে, তাতে জম্মু, কাটরা স্টেশন থেকে সমস্ত পর্যটকদের দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷ যারা পহেলগাঁও এবং গুলমার্কের কাছাকাছি রয়েছেন তাদেরকে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সিকিউরিটি ফোর্সের সঙ্গে কথা বলে কে কোথায় রয়েছেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত বার করে আনার চেষ্টা চালানো হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা শরীর, একসঙ্গে আর ফেরা হল না বাড়িতে...! কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের ফেরাতে বিরাট উদ্যোগ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল