TRENDING:

ভারত-পাকিস্তান সংঘাত আবহে সংবাদমাধ্যমের জন্য বড় নির্দেশ কেন্দ্রীয় সরকারের! আর নয় লাইভ কভারেজ

Last Updated:

No Live Coverage Of Defense Operation:জাতীয় সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক নির্দেশিকা জারি করেছে, প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে রিয়েল টাইম রিপোর্টিং নিষিদ্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জাতীয় সুরক্ষার স্বার্থে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্র। কোনও প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার বা রিয়েল টাইম রিপোর্টিং করা চলবে না—এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকায় উল্লেখ, লাইভ কভারেজ বা সোর্স-নির্ভর তথ্য প্রকাশ করলে অপারেশন বিপন্ন হতে পারে, ঝুঁকির মুখে পড়তে পারেন সেনা বা নিরাপত্তারক্ষীরাও।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জাতীয় সুরক্ষার স্বার্থে প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জাতীয় সুরক্ষার স্বার্থে প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে
advertisement

এতটাই সংবেদনশীল এই বিষয় যে, অতীতে কার্গিল যুদ্ধ, ২৬/১১ মুম্বই হামলা, কিংবা কান্দাহার হাইজ্যাকের সময় এমন আগেভাগে তথ্য ফাঁস হয়ে যাওয়ার জন্য বিপদ তৈরি হয়েছিল। সেখান থেকেই শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার।

‘আমায় মেরেছে…’ AC কামরায় বার্থে শুয়েছিলেন যাত্রী, হঠাৎ খাবার আসতেই এ কী!… টেনে নামালেন প্যান্ট্রিকারের কর্মীরা

advertisement

এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে ‘নাগরাজের বাসা’!

কী বলা হয়েছে নির্দেশিকায়—

১. সংবাদমাধ্যম, ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রেখে রিপোর্ট করতে হবে।

২. প্রতিরক্ষা সংক্রান্ত কোনও অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে কোনও রিয়েল-টাইম আপডেট, ভিডিও বা সোর্স নির্ভর রিপোর্ট প্রকাশ করা যাবে না।

advertisement

৩. কার্গিল যুদ্ধ, ২৬/১১ হামলা ও কান্দাহার হাইজ্যাকের মতো ঘটনা প্রমাণ করে দিয়েছে—তথ্যের আগাম ফাঁস কতটা বিপজ্জনক হতে পারে।

৪. ২০২১ সালের Cable Television Networks (Amendment) Rules-এর 6(1)(p) ধারায় বলা হয়েছে—সন্ত্রাসবিরোধী অভিযানের সময় শুধুমাত্র সরকার নিযুক্ত কোনও আধিকারিকের মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর ব্রিফিংই সম্প্রচারে আসতে পারে। লাইভ সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

advertisement

৫. এই নিয়ম লঙ্ঘন করলে কেবল টিভি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শেষে সব সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করে বলা হয়েছে—রিপোর্টিংয়ের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই নির্দেশিকা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্বীকৃত প্রাধিকারপ্রাপ্ত আধিকারিকের অনুমোদনে জারি হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-পাকিস্তান সংঘাত আবহে সংবাদমাধ্যমের জন্য বড় নির্দেশ কেন্দ্রীয় সরকারের! আর নয় লাইভ কভারেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল