তবে ভারতের কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, স্পষ্ট ভাবে সেই সংখ্যার কথা উল্লেখ করেননি সশস্ত্র বাহিনীর এই শীর্ষ কর্তা৷ তবে তিনি একই সঙ্গে জানিয়েছেন, ভারতের ৬টি যুদ্ধবিমান তাঁরা ধ্বংস করেছেন বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যে দাবি করেছেন, তা ভিত্তিহীন৷
সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিল চৌহান বলেন, ‘কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং কেন সেগুলি ভেঙে পড়ল সেটা জানা বেশি জরুরি৷ আমাদের কী ভুল হয়েছিল, সেটা জানা বেশি প্রয়োজন৷ সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়৷’
advertisement
অনিল চৌহান আরও দাবি করেছেন, ভারতীয় বাহিনী নিজেদের ভুলগুলি দ্রুত চিহ্নিত করে এবং দু দিনের মধ্যে কৌশলগত ঘাটতিগুলি সংশোধন করে নেয়৷ তার পরই ভারত দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে শুরু করে৷
ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ‘ভাল বিষয় হল আমরা যে রণকৌশলগত এবং প্রযুক্তিগত ভুলগুলি করেছিলাম, সেগুলি আমরা দ্রুত বুঝতে পেরেছিলাম এবং তার সমাধান কী, তাও বের করে ফেলেছিলাম৷ দু দিনের মধ্যেই আমরা নিজেদের সব যুদ্ধবিমান উড়িয়ে দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে শুরু করি৷’
পাক প্রধানমন্ত্রীর ভারতের ছটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিকে নস্যাৎ করে অনিল চৌহান আরও দাবি করেছেন, পাকিস্তানের কাছে থাকা চিনা এয়ার ডিফেন্স সিস্টেমও ভারতের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে৷ অনিল চৌহান আরও দাবি করেন, ভারত পাকিস্তানের স্থলসীমার ৩০০ কিলোমিটার ভিতরে থাকা তাদের বায়ুসেনা ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে৷