TRENDING:

Vice President Election Update: কোথায় গেল ১৫ জন সাংসদের ভোট? মিলল না বিরোধীদের হিসেব, উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের নেতারা

Last Updated:

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৫২টি বৈধ ভোট পড়ে৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়ায় ৩৭৭৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোট বৈধ ভোট পড়েছিল ৭৫২টি৷ তার মধ্যে ৪৫২টি ভোট পেয়ে দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন৷ কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরোতেই ফের বিরোধী শিবিরে ফের উঁকি মারছে দলীয় সাংসদদের বিশ্বাসঘাতকতার প্রশ্ন৷ কারণ বিরোধী শিবিরের মোট যতজন সাংসদের সমর্থন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির পাওয়ার কথা, তার থেকে ১৫টি ভোট কম পেয়েছেন তিনি৷
১৫২ ভোটে পরাজিত হলেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন৷ (ডান দিকে)
১৫২ ভোটে পরাজিত হলেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন৷ (ডান দিকে)
advertisement

আবার হিসেবের বাইরে ১৪টি ভোট অতিরিক্ত পেয়েছেন এনডিএ প্রার্থী সুদর্শন৷ বিরোধী শিবির থেকেই ১৪ জন সাংসদের সমর্থন এনডিএ প্রার্থীর ঝুলিতে এল কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা৷ ফলে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সাংসদরাই ক্রস ভোটিং করেছেন, এমন সম্ভাবনাই জোরাল হচ্ছে৷

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৫২টি বৈধ ভোট পড়ে৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়ায় ৩৭৭৷ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এনডিএ-এর হাতে ৪২৭ জন সাংসদের সমর্থন ছিলই৷ এর বাইরে জগনের দল ওয়াইএসআর কংগ্রেসের ১১ জন সাংসদের সমর্থনও পেয়েছেন এনডিএ প্রার্থী৷ এই হিসেবের বাইরেও ১৪ জন সাংসদের সমর্থন পেয়েছেন সিপি রাধাকৃষ্ণন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অন্যদিকে হার নিশ্চিত জেনেও বিরোধী ঐক্যকে তুলে ধরতেই উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ে নেমেছিল ইন্ডিয়া জোট৷ ভোট দেওয়ার জন্য বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপস্থিত হয়েছিলেন৷ তার পরেও ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট৷ সুদর্শনের ১৫টি ভোট কম পাওয়া এবং রাধাকৃষ্ণনের ১৪টি ভোট অতিরিক্ত পাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে ক্রস ভোটিংয়ের রহস্য৷ যা ইন্ডিয়া জোটের নেতাদেরই অস্বস্তিতে ফেলল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election Update: কোথায় গেল ১৫ জন সাংসদের ভোট? মিলল না বিরোধীদের হিসেব, উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের নেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল