TRENDING:

Vice President Election Update: কোথায় গেল ১৫ জন সাংসদের ভোট? মিলল না বিরোধীদের হিসেব, উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের নেতারা

Last Updated:

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৫২টি বৈধ ভোট পড়ে৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়ায় ৩৭৭৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোট বৈধ ভোট পড়েছিল ৭৫২টি৷ তার মধ্যে ৪৫২টি ভোট পেয়ে দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন৷ কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরোতেই ফের বিরোধী শিবিরে ফের উঁকি মারছে দলীয় সাংসদদের বিশ্বাসঘাতকতার প্রশ্ন৷ কারণ বিরোধী শিবিরের মোট যতজন সাংসদের সমর্থন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির পাওয়ার কথা, তার থেকে ১৫টি ভোট কম পেয়েছেন তিনি৷
১৫২ ভোটে পরাজিত হলেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন৷ (ডান দিকে)
১৫২ ভোটে পরাজিত হলেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন৷ (ডান দিকে)
advertisement

আবার হিসেবের বাইরে ১৪টি ভোট অতিরিক্ত পেয়েছেন এনডিএ প্রার্থী সুদর্শন৷ বিরোধী শিবির থেকেই ১৪ জন সাংসদের সমর্থন এনডিএ প্রার্থীর ঝুলিতে এল কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা৷ ফলে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সাংসদরাই ক্রস ভোটিং করেছেন, এমন সম্ভাবনাই জোরাল হচ্ছে৷

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৫২টি বৈধ ভোট পড়ে৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়ায় ৩৭৭৷ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এনডিএ-এর হাতে ৪২৭ জন সাংসদের সমর্থন ছিলই৷ এর বাইরে জগনের দল ওয়াইএসআর কংগ্রেসের ১১ জন সাংসদের সমর্থনও পেয়েছেন এনডিএ প্রার্থী৷ এই হিসেবের বাইরেও ১৪ জন সাংসদের সমর্থন পেয়েছেন সিপি রাধাকৃষ্ণন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

অন্যদিকে হার নিশ্চিত জেনেও বিরোধী ঐক্যকে তুলে ধরতেই উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ে নেমেছিল ইন্ডিয়া জোট৷ ভোট দেওয়ার জন্য বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপস্থিত হয়েছিলেন৷ তার পরেও ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট৷ সুদর্শনের ১৫টি ভোট কম পাওয়া এবং রাধাকৃষ্ণনের ১৪টি ভোট অতিরিক্ত পাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে ক্রস ভোটিংয়ের রহস্য৷ যা ইন্ডিয়া জোটের নেতাদেরই অস্বস্তিতে ফেলল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election Update: কোথায় গেল ১৫ জন সাংসদের ভোট? মিলল না বিরোধীদের হিসেব, উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের নেতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল