TRENDING:

Fast Food Prawn Cutlet: সর্ষে-মালাইকারি নয়, গরম তেলে ছেঁকে ভেজে তৈরি চিংড়ির কাটলেট! এক কামড়ে মিলিয়ে যাবে মুখে, পাবেন মনের শান্তি

Last Updated:

বিকাল হতেই এই দোকানে চিংড়ি মাছের কাটলেট খেতে ভিড় জমে পর্যটকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সামনেই দুর্গাপুজো। পুজোর সময় আপনার প্রিয় অতিথিদের নিয়ে ঘুরতে বের হবেন। একটু খেতে মন চাইলে খেয়ে ফেলুন চিংড়ি মাছের কাটলেট। মুর্শিদাবাদের কান্দি গার্লস স্কুল মোড়ে এই কাটলেট খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
advertisement

বাঙালিদের কাছে ফাস্টফুড খাবারের বিভিন্ন পদ রয়েছে যা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্ট্রিট ফুড কর্নারে পাওয়া যায়। দুর্গাপুজার সময় পুজো মণ্ডপের পাশে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক ও খাবারের স্টল দেখা যায়। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের গার্লস হাইস্কুলের সামনে সন্ধ্যা হলেই ভিড় জমে ফাষ্ট ফুড খেতে ক্রেতাদের। বিশেষ নজরকাড়া হচ্ছে চিংড়ি মাছের কাটলেট। যা দাম পড়ে ৩০টাকা।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

জানা গিয়েছে, কান্দি শহরের গার্লস হাইস্কুলের সামনে সন্ধ্যা হলেই ভিড় জমে ফাস্ট ফুড খেতে ক্রেতাদের। বিশেষ নজর কেড়েছে চিংড়ি মাছের কাটলেট। চিংড়ি মাছের কাটলেট তার মধ্যে একটি যা বাঙালি ফাস্ট ফুড হিসেবে বিবেচিত হতে পারে। চিংড়ি কাটলেট তৈরির জন্য আমাদের প্রয়োজন খোসা ছাড়ানো এবং বিভক্ত মাথাবিহীন চিংড়ি। তারপর চিংড়ির ফিলেকে ডিম, পেঁয়াজ এবং রসুনের পেস্টে মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে, তারপর ব্রেডক্রাম্বে লেপে অল্প আঁচে ভেজে মুখরোচক হিসেবেই গরম গরম বিক্রি করা হচ্ছে এই কাটলেট। ফলে পুজোর সময় একদিন খেতেই পারেন এই কাটলেট যা জিভে জল আনবে অনায়াসেই।

advertisement

View More

আরও পড়ুনDurga Puja Saree: পুজোয় সাজুন বালুচরিতে, সঙ্গে মানানসই ব্লাউজ! ব্যাস, সকলে আপনার প্রেমে পড়বে

ভোজন রসিক ক্রেতাদের কথায়, চিংড়ি বাঙালিদের সব সময়ই অত্যন্ত প্রিয়। আর চিংড়ির কাটলেট মিলছে এখন সহজেই। ফলে সন্ধ্যা হলেই ভিড় জমছে চিংড়ির কাটলেট খেতে। বিশেষ করে ভোজনরসিকদের কাছে চিংড়ি মাছের কাটলেটের একটি বিশেষ কদর রয়েছে এবং এটি যেকোনো ভোজনরসিকদের জন্য একটি আকর্ষণীয় খাবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fast Food Prawn Cutlet: সর্ষে-মালাইকারি নয়, গরম তেলে ছেঁকে ভেজে তৈরি চিংড়ির কাটলেট! এক কামড়ে মিলিয়ে যাবে মুখে, পাবেন মনের শান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল