TRENDING:

পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে ! ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে

Last Updated:

CCTV ফুটেজে দেখা যায় অভিযুক্ত দুই যুবক আসিফ কুরেশির কলার ধরে বচসা জুড়েছে। আসিফ তাদের বলেন স্কুটারগুলি তাঁদের বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে নিতে। এরপরই বাকবিতণ্ডা তুঙ্গে পৌঁছয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গাড়ি পার্কিং নিয়ে সামান্য বচসাই গুরুতর আকার ধারণ করল। যার জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হল রাজধানী। আর বাড়ির সামনে পার্ক করে রাখা স্কুটারকে কেন্দ্র করে পড়শির সঙ্গে ঝামেলায় জড়িয়ে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির খুড়তুতো ভাই। বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন আসিফ কুরেশি। সম্পর্কে তিনি বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো-দাদা।
পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে !
পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে !
advertisement

বাড়ির সামনে বেআইনি পার্কিং নিয়ে প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বচসায় জড়ান হুমার খুড়তুতো দাদা। বাকবিতণ্ডা, হাতহাতির মাঝেই আসিফ কুরেশির শরীরে বারংবার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে ওই দুই যুবক। পাশেই দাঁড়িয়ে থাকা হুমার ভ্রাতুষ্পুত্র বাধা দিতে যান। তবে শেষরক্ষা আর হয়নি! তাঁর স্বামীকে বাঁচানো যায়নি। কীভাবে খুন করা হয় আসিফ কুরেশিকে? সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে।

advertisement

আরও পড়ুন- পার্কিংকে কেন্দ্র করে জোরালো বিবাদ, রক্তপাত রাজধানীতে! ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল হুমা কুরেশির দাদার

পুলিশ সূত্রে খবর, জঙ্গপুরা ভোগাল বাজার লেনে রাত প্রায় ১১টা নাগাদ একটি টু-হুইলারের পার্কিং নিয়ে আসিফের সঙ্গে তাঁর পড়শির ঝামেলা শুরু হয়। আর কিছু বুঝে ওঠার আগেই সেই ছোট ঝামেলা বড় আকার ধারণ করে।

advertisement

advertisement

এরপরেই একটি ধারালো অস্ত্র নিয়ে আসিফের উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

CCTV ফুটেজে দেখা যায় ওই দুই অভিযুক্ত আসিফ কুরেশির কলার ধরে বচসা জুড়েছে। আসিফ তাদের বলেন স্কুটারগুলি তাঁদের বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে নিতে। এরপরই বাকবিতণ্ডা তুঙ্গে পৌঁছয়। ভিডিওতে দেখা যায়, আসিফকে মাটিতে ফেলে বেধড়ক মার শুরু করে ওই দুই প্রতিবেশী যুবক। শুধু তাই নয়, পকেট থেকে স্ক্রু ড্রাইভার গোছের ধারাল অস্ত্র বের করে আসিফের শরীরে এলোপাথাড়ি কোপ বসানো শুরু করে তারা।

advertisement

নিহতের পরিবারের অভিযোগ, এটাই প্রথম নয়। এর আগেও অভিযুক্তদের সঙ্গে পার্কিং করা নিয়ে তাঁদের বিবাদ হয়েছে। যদিও সেবার সেই বচসা গুরুতর আকার ধারণ করেনি। আসিফের স্ত্রীর কথায়, “আমার স্বামী কাজ থেকে ফিরেছিলেন। সেই সময় দেখেন যে, আমাদের বাড়ির সামনে পড়শিদের স্কুটার পার্ক করে রাখা হয়েছে। সেটা সরাতে বলা হয়েছিল। এর জেরে আচমকাই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পড়শি আমার স্বামীর উপর চড়াও হন এবং ধারালো একটি অস্ত্র দিয়ে খুন করেন তাঁকে।”

আরও পড়ুন- ১ টাকার শেয়ার ২৪৭ টাকা ছাড়িয়ে গেল ! ১ লক্ষ টাকা বছরে ২.৪ কোটিতে পরিণত হল, এই কোম্পানি কী কাজ করে?

ইতিমধ্যেই অবশ্য এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে তোলা হবে। খুনের সময় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। নিহত আসিফের অন্যান্য পড়শি এবং কিছু প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। ঘটনার আরও তদন্ত চলছে।

এদিকে একটি বিচ্ছিন্ন ঘটনায় গত ১৪ জুলাই গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির আরকে পুরম এলাকা। অভিযোগ, পার্কিং সংক্রান্ত ঝামেলার জেরে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এক বাইক মেকানিক। ঘটনার সময় নিজের গাড়ির ভিতরেই বসেছিলেন ওই ব্যক্তি। সেই সময় আচমকাই অভিযুক্ত বাইক মেকানিক সেই গাড়িটির উপর পেট্রোল ঢেলে গাড়িসুদ্ধই ওই ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। রাহুল চৌহান নামে গুরুতর জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি পিসিআর ভ্যানে চাপিয়ে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।

বাংলা খবর/ খবর/দেশ/
পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে ! ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল