পার্কিংকে কেন্দ্র করে জোরালো বিবাদ, রক্তপাত রাজধানীতে! ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল হুমা কুরেশির দাদার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Huma Qureshi’s Cousin Stabbed To Death: গাড়ি পার্কিং নিয়ে সামান্য বচসাই গুরুতর আকার ধারণ করল। যার জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হল রাজধানী। আর বাড়ির সামনে পার্ক করে রাখা স্কুটারকে কেন্দ্র করে পড়শির সঙ্গে ঝামেলায় জড়িয়ে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির দাদা।
গাড়ি পার্কিং নিয়ে সামান্য বচসাই গুরুতর আকার ধারণ করল। যার জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হল রাজধানী। আর বাড়ির সামনে পার্ক করে রাখা স্কুটারকে কেন্দ্র করে পড়শির সঙ্গে ঝামেলায় জড়িয়ে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির দাদা। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন আসিফ কুরেশি। সম্পর্কে তিনি বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো-দাদা।
advertisement
পুলিশ সূত্রে খবর,জঙ্গপুরা ভোগাল বাজার লেনে রাত প্রায় ১১টা নাগাদ একটি টু-হুইলারের পার্কিং নিয়ে আসিফের সঙ্গে তাঁর পড়শির ঝামেলা শুরু হয়। আর কিছু বুঝে ওঠার আগেই সেই ছোট ঝামেলা বড় আকার ধারণ করে। এরপরেই একটি ধারালো অস্ত্র নিয়ে আসিফের উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
নিহতের পরিবারের অভিযোগ, এটাই প্রথম নয়। এর আগেও অভিযুক্তদের সঙ্গে পার্কিং করা নিয়ে তাঁদের বিবাদ হয়েছে। যদিও সেবার সেই বচসা গুরুতর আকার ধারণ করেনি। আসিফের স্ত্রীর কথায়, “আমার স্বামী কাজ থেকে ফিরেছিলেন। সেই সময় দেখেন যে, আমাদের বাড়ির সামনে পড়শিদের স্কুটার পার্ক করে রাখা হয়েছে। সেটা সরাতে বলা হয়েছিল। এর জেরে আচমকাই দুজনের মধ্যে বচসা শুরু হয়। পড়শি আমার স্বামীর উপর চড়াও হন এবং ধারালো একটি অস্ত্র দিয়ে খুন করেন তাঁকে।”
advertisement
advertisement
এদিকে একটি বিচ্ছিন্ন ঘটনায় গত ১৪ জুলাই গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির আরকে পুরম এলাকা। অভিযোগ, পার্কিং সংক্রান্ত ঝামেলার জেরে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এক বাইক মেকানিক। ঘটনার সময় নিজের গাড়ির ভিতরেই বসেছিলেন ওই ব্যক্তি। সেই সময় আচমকাই অভিযুক্ত বাইক মেকানিক সেই গাড়িটির উপর পেট্রোল ঢেলে গাড়িসুদ্ধই ওই ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। রাহুল চৌহান নামে গুরুতর জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি পিসিআর ভ্যানে চাপিয়ে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল।