TRENDING:

Coromandel express accident: ঘটনার দিন কারা ডিউটিতে, কাদের ছুটি? মামলা রুজু করে তথ্য সংগ্রহ শুরু করল সিবিআই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্ঘটনার দায় কার, সেটাই এখন প্রশ্ন!
দুর্ঘটনার দায় কার, সেটাই এখন প্রশ্ন!
advertisement

সিবিআই-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেল মন্ত্রকের অনুরোধ এবং ওড়িশা সরকারের অুমোদনের পর বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে তারা৷ সেই তদন্তেরই সূত্র ধরে এফআইআর দায়ের করা হয়েছে৷

আরও পড়ুন: বীভৎস…! হাসপাতালে হাসপাতালে হাহাকার! মৃতদেহ চেনার জন্য এবার ‘ছবি’-সহ তালিকা প্রকাশ রেলের, রইল লিঙ্ক

এই ঘটনার প্রাথমিক তদন্তে রেলের পক্ষ থেকে যা ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে মানুষের কোনও ভুল বা অন্তর্ঘাতের দিকে ইঙ্গিত করা হয়েছে৷ কারণ, সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও পয়েন্টে ভুল থাকায় মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস৷ যার জেরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷ মনে করা হচ্ছে, যেহেতু মানুষের ভুল এবং অন্তর্ঘাতের দিকেই প্রথম থেকে ইঙ্গিত করা হচ্ছে, সেই কারণেই সিবিআই তদন্তের উপরে জোর দেওয়া হয়েছে৷ যদিও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পবন বনশলের মতো প্রাক্তন রেলমন্ত্রীরা৷

advertisement

আরও পড়ুন: ‘সত্য যেন চাপা না দেওয়া হয়, আসল তথ্য বেরিয়ে আসুক’, কটক হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ দিন ঘটনাস্থলে গিয়ে বাহনগা স্টেশনের সিগন্যাল রুমে যান সিবিআই আধিকারিকরা৷ দুর্ঘটনার দিন কারা ডিউটিতে ছিলেন, কোন রেলকর্মীদের ছুটি ছিল, পয়েন্ট বদলের কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না, এসব তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন তদন্তকারীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সিবিআই তদন্তের পাশাপাশি অবশ্য কমিশনার অফ রেলওয়ে সেফটির বা সিআরএস তদন্তও সমান্তরাল ভাবে চলছে৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি এ এম চৌধুরী অবশ্য দাবি করেছেন, সিবিআই এবং সিআরএস তদন্তে সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়ের উপরে জোর দেওয়া হয়৷ ফলে সমান্তরাল ভাবে দুটি তদন্ত চলতেই পারে৷ যদিও তদন্ত শেষ হতে সময় লাগবে বলেই জানিয়ে দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel express accident: ঘটনার দিন কারা ডিউটিতে, কাদের ছুটি? মামলা রুজু করে তথ্য সংগ্রহ শুরু করল সিবিআই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল