সূত্রের খবর, কোথারে শুটিং শেষ করে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার পরে মেট্রো রেল প্রকল্পে কাজ করা শ্রমিকদের ধাক্কা মারে গাড়িটি।
আরও পড়ুন- এই ‘ফল’ আর ‘জল’ কখনওই নিয়ে উঠতে পারবেন না প্লেনে! কেন বলুন তো? আসল কারণ ক’জন জানেন?
আরও পড়ুন- মনমোহনের ‘গুণী’ ৩ কন্যাকে চেনেন? বাবার চেয়ে কম নন কেউ! কী করেন তাঁরা? জানলে চমকাবেন
একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “কোথারের গাড়িটি মধ্যরাতের কিছু পরেই পূর্ব কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনের নীচে মেট্রো রেলের কাজে নিয়োজিত দুই শ্রমিককে আঘাত করেছিল। এক শ্রমিক মারা গেলেও অপর একজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় অভিনেতা ও তার চালকও আহত হয়েছেন। কিন্তু সঠিক সময়ে এয়ারব্যাগ খুলে দেওয়ায় তাঁরা রক্ষা পেয়েছেন।”
গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলেও জানান তিনি।