TRENDING:

চোখের জলে ছেলেকে বিদায় বাবার, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের শেষকৃত্য সম্পন্ন

Last Updated:

Sumeet Sabharwal's Grieving 88-Year-Old Father Pays Final Tribute: ক্যাপ্টেন সুমিত সবরওয়াল বাবাকে জানিয়েছিলেন, শুধুমাত্র তাঁর দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন। কিন্তু তা আর হল না। মঙ্গলবার নিজের ছেলের শেষকৃত্যের জন্য আসতে হল বাবাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়াল (৫৬)। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন শোকস্তব্ধ বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা। সুমিত বাবাকে কিছুদিন আগেই জানিয়েছিলেন যে শুধুমাত্র তাঁর দেখাশোনা ও এক সঙ্গে সময় কাটানোর জন্য চাকরি ছেড়ে দেবেন খুব শীঘ্রই। কিন্তু তা আর হল না। মঙ্গলবার নিজের ছেলের শেষকৃত্যের জন্য আসতে হল বাবাকে।
চোখের জলে ছেলেকে বিদায় বাবার
চোখের জলে ছেলেকে বিদায় বাবার
advertisement

আহমেদাবাদে ভেঙে পড়া বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। যেখানে ক্যাপ্টেন সুমিতের একারই, প্রায় ৮২০০ ঘণ্টা। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 অভিশপ্ত বিমান।

আরও পড়ুন– হাইপারসনিক মিসাইল প্রতিরোধের ক্ষমতা কারও নেই ! এমনকি ইজরায়েলের শক্তিশালী এয়ার ডিফেন্স ব্যবস্থাও এক্ষেত্রে অক্ষম, কেন জানেন?

advertisement

একাই ৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের! ঘটনাচক্রে, বৃহস্পতিবার দুপুরে যিনি ছিলেন লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া এআই-১৭১-এর পাইলট। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ২৪২ জনকে নিয়ে লোকালয়ের উপর ভেঙে পড়ে সেই বিমান। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। কী ভাবে দুর্ঘটনা ঘটল, সে সব এখনও স্পষ্ট নয়। তবে কেন দুই দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না, সেই প্রশ্ন ভাবাচ্ছে সকলকেই।

advertisement

সুমিত সবরওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেনও। ডিএনএ পরীক্ষার পর সুমিতের দেহ শনাক্ত করা হয়েছিল। তার পর মঙ্গলবার সকালে মুম্বইয়ে বাড়িতে পৌঁছয় পাইলট সুমিতের দেহ।

আরও পড়ুন– এক মন্তব্যের জেরে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছিল নব্যা নায়ারকে! তবে অভিনেত্রী যে সঠিক ছিলেন, সেটাই প্রমাণ করল সময়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

সুমিতের বাবার বয়স ৮৮ বছর। মাত্র কয়েক সপ্তাহ আগেই সুমিত জানিয়েছিলেন চাকরি ছেড়ে দেবেন। তাঁর দেখভাল করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, বৃদ্ধ বাবা-মায়ের সেবাযত্ন করার আগেই না ফেরার দেশে চলে গেলেন সুমিত।

বাংলা খবর/ খবর/দেশ/
চোখের জলে ছেলেকে বিদায় বাবার, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের শেষকৃত্য সম্পন্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল