Navya Nair | এক মন্তব্যের জেরে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছিল নব্যা নায়ারকে! তবে অভিনেত্রী যে সঠিক ছিলেন, সেটাই প্রমাণ করল সময়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
অভিনেত্রী নব্যা নায়ার এমনিতে স্পষ্টবক্তা। তবে হামেশাই তাঁকে ট্রোল এবং মিথ্যা প্রচারের সম্মুখীন হতে হয়। নিজের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে নব্যা নায়ার নিজের ভক্ত এবং ফলোয়ারদের সঙ্গে আলাপচারিতা সারেন। সম্প্রতি ভক্তদের সঙ্গে নিজের লন্ডন ভ্রমণের কিছু বিবরণ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী নব্যা নায়ার এমনিতে স্পষ্টবক্তা। তবে হামেশাই তাঁকে ট্রোল এবং মিথ্যা প্রচারের সম্মুখীন হতে হয়। নিজের ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে নব্যা নায়ার নিজের ভক্ত এবং ফলোয়ারদের সঙ্গে আলাপচারিতা সারেন। সম্প্রতি ভক্তদের সঙ্গে নিজের লন্ডন ভ্রমণের কিছু বিবরণ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যদি তাঁর পোস্টের উপর নজর রাখা হয়, তাহলেই বোঝা যাবে যে, একেবারে আগের মতো জীবনের স্বাধীনতার মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করছেন তিনি। (Photo: Instagram)
advertisement
বেশ কিছু সময়ের জন্য নিজের ইউটিউব চ্যানেলে সক্রিয়ই রয়েছে নব্যা। এই চ্যানেলে উঠে এসেছে অভিনেত্রীর জীবনের টুকরো মুহূর্তের ঝলক। এই চ্যানেলে দেখা যায় নব্যার পুত্র সাই কৃষ্ণ, নব্যার মা-বাবা এবং ভাই রাহুলকে। শুধু তা-ই নয়, নব্যার একটি নাচের স্কুলও রয়েছে। নাম মাতঙ্গী বাই নব্যা। সেই নাচের স্কুলের বিবরণও এই চ্যানেলে দেখা যাবে। তবে অনেক সময়ই নিজের মন্তব্যের জন্য নানা অভিযোগের তিরে বিদ্ধ হতে হয় অভিনেত্রীকে। সেই সঙ্গে আইএএস অফিসারের সঙ্গে মেলামেশার জন্যও তাঁকে নিয়ে বিতর্ক হয়। তবে বছর দুয়েক আগে নব্যা নায়ারের নামে যে ট্রোল ছড়িয়েছিল, সেটা হয়তো এখনও ভুলতে পারেননি কেউই। (Photo: Instagram)
advertisement
আসলে একটি রিয়েলিটি শো-এর বিচারক প্যানেলে থাকাকালীন এক জটিল ঝামেলায় ছড়িয়ে পড়েছিলেন নব্যা। অভিনেত্রী বলেছিলেন যে, তিনি শুনেছেন, প্রাচীন ভারতে ঋষি-মুনিরা নিজেদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ দেহ থেকে বার করে নিয়ে তা পরিষ্কার করে নিতেন। এরপরেই তীব্র ট্রোলিংয়ের মুখে পড়েন তিনি। যদিও নিজের স্বভাবসিদ্ধ হাসির মাধ্যমে এর জবাবও দিয়েছিলেন। (Photo: Instagram)
advertisement
এখানেই শেষ নয়, নিজের পোশাকের পছন্দ এবং স্টাইল নিয়েও নিন্দার মুখে পড়তে হয় নব্যাকে। আসলে অনেক ভক্তই চান যে, বালামণির মতো সাধারণ আর সাদামাটা মেয়ে হিসেবেই থাকুন নব্যাও। তবে নব্যা আধুনিক পোশাক পরেন বলে অনেক ভক্তই তাঁর উপর ক্ষুব্ধ। যদিও নব্যা জমকালো পোশাক সেভাবে পরেন না, তবে কিছু অসাধু মানুষ এতটাই দূরত্বে চলে গিয়েছে যে, তারা আধুনিক পোশাক পরিহিত নব্যার ছবি নিয়ে অপব্যবহার করে। সেই ছবি মর্ফ করে খারাপ ভাবে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। যাঁরা এই ছবিকে আসল ভাবেন, তাঁরা তীব্র সমালোচনা করে থাকেন। (Photo: Instagram)
advertisement
যদিও আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ওই রিয়েলিটি শোয়ে অভিনেত্রীর বিতর্কিত মন্তব্য যেন আরও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই সঙ্গে একটি চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ে। তাতে জানা যায়, কোচির কোট্টায়ামের এক বেসরকারি হাসপাতালে এক ৬৫ বছর বয়সী প্রবীণের চিকিৎসা হয়েছে। বাড়িতে দুর্ঘটনার জেরে ওই বৃদ্ধের ফুসফুস বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। চিকিৎসকরা ফুসফুস থেকে ধোঁয়া বার করে পরিষ্কার করেন। মূলত উষ্ণ গরম নুন জল ইঞ্জেক্ট করে এই চিকিৎসা করা হয়। তবে এক্ষেত্রে অঙ্গটি দেহ থেকে বার করে এনে এই চিকিৎসা করা হয়নি। (Photo: Instagram)
advertisement
এদিকে এই খবরটির একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন পরিচালক অরুণ গোপী। সঙ্গে ছিল একটি ক্যাপশন। সেখানে নব্যাকে ট্যাগও করা হয়। বিষয়টাকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছিলেন অভিনেত্রী। আর তাঁর পোস্ট থেকে এটাই প্রমাণিত যে, নব্যাকে নিয়ে অরুণ গোপীর এই ঠাট্টাকে মজা করেই নিয়েছেন অভিনেত্রী নিজেও। (Photo: Instagram)