TRENDING:

Delhi IAS Coaching Centre: কোচিং সেন্টারগুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে, তিন ইউপিএসসি ছাত্রের মৃত্যুতে তীব্র তিরষ্কার সুপ্রিম কোর্টের

Last Updated:

ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে তিনজন আইএস ছাত্রের মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঘটনায় ওই বেসমেন্টকে ‘ডেথ চেম্বার’ বলে উল্লেখ করলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে তিনজন আইএস ছাত্রের মৃত্যুতে সুপ্রিম কোর্টের ঘটনায় ওই বেসমেন্টকে ‘ডেথ চেম্বার’ বলে উল্লেখ করলেন৷
রাজেন্দ্রনগরের ছাত্র মৃত্যুর ঘটনায় সুপ্রিমকোর্টের তীব্র সমালোচনা 
(Image: PTI/File)
রাজেন্দ্রনগরের ছাত্র মৃত্যুর ঘটনায় সুপ্রিমকোর্টের তীব্র সমালোচনা (Image: PTI/File)
advertisement

এই ঘটনার জন্য সোমবার সুপ্রিম কোর্ট দিল্লির রাজেন্দ্রনগরের ইউপিএসসি কোচিং সেন্টারগুলোকে তীব্র তিরষ্কার করেছেন৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্বতঃপ্রণিত মামলা দায়ের করেছে৷ এই বিষয়ে কেন্দ্রের পাশাপাশি দিল্লি সরকারের কাছ থেকেও প্রতিক্রিয়া চেয়েছে৷

advertisement

দেশের শীর্ষ আদালত এই দুঃখজনক ঘটনা প্রসঙ্গে পর্যবেক্ষণে বলেছেন, ‘‘এই কোচিং সেন্টার গুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে৷ কোচিং সেন্টার গুলো যদি অনলাইন না কাজ করতে পারে, তা হলে ন্যুনতম নিরাপত্তার বিষয়টিকেও দেখা উচিত৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রজন্মের জীবন নিয়ে আপনারা খেলছেন৷’’

আরও পড়ুন: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

advertisement

বিচারপতি সূর্যকুমার ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়েছেন, রাজধানীর বুকে এই ধরনের ঘটনা সকলের চোখ খুলে দিয়েছে, ‘‘এই ধরনের ঘটনা লোকের চোখ খুলে দিয়েছে৷ নিরাপত্তা দিকটি ঠিক না থাকলে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই পরিচালনা করার অনুমতি দেওয়া ঠিক নয়৷’’

প্রসঙ্গত, ২ অগাস্ট দিল্লি হাইকোর্ট পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইয়ের কাছে দিয়েছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

হাইকোর্ট জানায়, ‘‘CVC (Central Vigilance Commission) দায়িত্ব দেওয়া হচ্ছে, এক প্রবীণ আধিকারিককে নিয়োগ করুন৷ তিনিই এই ঘটনায় সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখবেন এবং তদন্ত যাতে সময়ের মধ্যে শেষ হয় সেটা দেখবেন৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi IAS Coaching Centre: কোচিং সেন্টারগুলো ‘ডেথ চেম্বারে’ পরিণত হয়েছে, তিন ইউপিএসসি ছাত্রের মৃত্যুতে তীব্র তিরষ্কার সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল