TRENDING:

Panchayat election 2023: পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি পেল রাজ্য

Last Updated:

দুই সিপিএম প্রার্থী ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়াক পরেও ইচ্ছাকৃত ভাবে তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও বা রিটার্নিং অফিসার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে দুই প্রার্থীর মনোনয়ন পত্রে কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ দুই সিপিএম প্রার্থীর তোলা অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ এ দিন সেই নির্দেশের উপরেই স্থগিতাদেশ জারি করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷
সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের৷
সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের৷
advertisement

দুই সিপিএম প্রার্থী ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়াক পরেও ইচ্ছাকৃত ভাবে তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও বা রিটার্নিং অফিসার৷ উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েত ও ধুসিমালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন এই দু জন৷ অভিযোগের সত্যতা যাচাইয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা৷

advertisement

এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ সিবিআই তদন্তের পরিবর্তে এ দিন এক সদস্যের কমিশন গড়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশনের নজরদারিতেই উলুবেড়িয়া-১ ব্লকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশ৷ তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছেই রিপোর্ট পেশ করবে প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের জমা জলে বেনজির দুর্ভোগ! নাজেহাল বাসিন্দারা, কী অবস্থায় ঘাটালের বর্তমান পরিস্থিতি?
আরও দেখুন

যদিও তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশে আপত্তি জানান দুই সিপিএম প্রার্থীর আইনজীবী৷ তবে সেই আবেদনে সাড়া দেয়নি জিভিশন বেঞ্চ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Panchayat election 2023: পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি পেল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল