দুই সিপিএম প্রার্থী ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়াক পরেও ইচ্ছাকৃত ভাবে তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও বা রিটার্নিং অফিসার৷ উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েত ও ধুসিমালি গ্রাম পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন এই দু জন৷ অভিযোগের সত্যতা যাচাইয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা৷
advertisement
এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ সিবিআই তদন্তের পরিবর্তে এ দিন এক সদস্যের কমিশন গড়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশনের নজরদারিতেই উলুবেড়িয়া-১ ব্লকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশ৷ তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছেই রিপোর্ট পেশ করবে প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশন৷
যদিও তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশে আপত্তি জানান দুই সিপিএম প্রার্থীর আইনজীবী৷ তবে সেই আবেদনে সাড়া দেয়নি জিভিশন বেঞ্চ৷