TRENDING:

বাড়ছে পেট্রোপণ্যের দাম, ইথানলের ক্রয়মূল্য বৃদ্ধি অনুমোদন মন্ত্রীসভার

Last Updated:

উৎপাদনকারীদের বিশেষ সুবিধা দেবে কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত কয়েকদিন ক্রমাগত বেড়েছে পেট্রোপণ্যের দাম । ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও । পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভায় একটি বৈঠক হয় যেখানে জ্বালানির দাম কমানো প্রসঙ্গে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে । এই বৈঠকে বিকল্প শক্তি ব্যবহার করার কথাও উত্থাপন করা হয়েছে । তবে দাম কমানো প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানান মন্ত্রীসভার সিদ্ধান্তে প্রতিই তিনি দায়বদ্ধ ।
advertisement

প্রধান জানিয়েছেন ইথানল উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিতে প্রস্তুত কেন্দ্র । ১৭ জুন এবিষয়ে মন্ত্রীসভার একটি বৈঠকে ইথানলের মূল্য ২৫ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এছাড়াও প্রধান জানিয়েছেন প্রতি লিটারে ইথানলের মূল্য ৪৭ টাকা ৪৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫২টাকা ৪৩ পয়সা । উদ্বৃত্ত পরিমাণ থাকার কারণে কমেছে চিনির উৎপাদন ও এই প্রসঙ্গে প্রধান জানিয়েছেন ১০০ শতাংশ পর্যন্ত ইথানল উৎপাদনে বিশেষ সুবিধা দেবে কেন্দ্র। উৎপাদনকারী মিলকে প্রতি লিটার ৫৯ টাকা ১৯ পয়সার বিশেষ অর্থসাহায্য দেবে সরকার । দেশের আখ চাষীদের অবস্থার উন্নতি করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, মন্তব্য পেট্রোলিয়াম মন্ত্রী ।প্রসঙ্গত, অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানল উৎপাদনের বিষয়টির উপর জোর দিচ্ছে কেন্দ্র ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ছে পেট্রোপণ্যের দাম, ইথানলের ক্রয়মূল্য বৃদ্ধি অনুমোদন মন্ত্রীসভার