প্রধান জানিয়েছেন ইথানল উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিতে প্রস্তুত কেন্দ্র । ১৭ জুন এবিষয়ে মন্ত্রীসভার একটি বৈঠকে ইথানলের মূল্য ২৫ শতাংশ হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এছাড়াও প্রধান জানিয়েছেন প্রতি লিটারে ইথানলের মূল্য ৪৭ টাকা ৪৯ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫২টাকা ৪৩ পয়সা । উদ্বৃত্ত পরিমাণ থাকার কারণে কমেছে চিনির উৎপাদন ও এই প্রসঙ্গে প্রধান জানিয়েছেন ১০০ শতাংশ পর্যন্ত ইথানল উৎপাদনে বিশেষ সুবিধা দেবে কেন্দ্র। উৎপাদনকারী মিলকে প্রতি লিটার ৫৯ টাকা ১৯ পয়সার বিশেষ অর্থসাহায্য দেবে সরকার । দেশের আখ চাষীদের অবস্থার উন্নতি করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, মন্তব্য পেট্রোলিয়াম মন্ত্রী ।প্রসঙ্গত, অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমাতেই ইথানল উৎপাদনের বিষয়টির উপর জোর দিচ্ছে কেন্দ্র ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2018 5:11 PM IST