প্রায় ৬ মাস আগে এই কেন্দ্রেই লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি। সেইসঙ্গে তিনি উত্তরপ্রদেশের রায়বেরিলিতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলি রেখে ওয়েনাড় বোন প্রিয়ঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই এবার উপনির্বাচনের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। এই প্রথমবার ভোটে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধি। অভিষেকেই জয়ের পথে গান্ধি পরিবারের কন্যা।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে ঘুরে দাঁড়াল ইন্ডিয়া, পিছিয়ে গেল এনডিএ! শেষ হাসি হাসবে কে?
advertisement
বাংলার উপনির্বাচনে সবুজ ঝড়। এখনও পর্যন্ত ফলাফল অনুযায়ী, ৬ টি আসনেই এগিয়ে তৃণমূল। ২০২১ সালের ভোটে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয় তৃণমূল। এক মাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল।
এ বারের উপনির্বাচনে ছয়ে ছয় করার লক্ষ্য নিয়েছিল তৃণমূল। শনিবার, ফল ঘোষণার দিনই শুরু থেকেই বোঝা যায় ৬ কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। ইতিমধ্যেই নৈহাটিতে ৪৮ হাজারের বেশি ভোটে জিতে গিয়েছে তৃণমূল। বাকি কেন্দ্রগুলিতেও জয় শুধু সময়ের অপেক্ষা।