TRENDING:

চলত পাকিস্তানে হোয়াটস অ্য়াপে কল, পীর মহম্মদ যেন মূর্তিমান বিভীষিকা, গল্প চমকে দেবে

Last Updated:

২০২০ সালে নেপালে যায় পীর মহম্মদ। হোয়াটস অ্য়াপ কলের মাধ্যমে তথ্য পাচার করত পীর মহম্মদ, দাবি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দাদের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  এনআইএ - এর মোস্ট ওয়ান্টেড ছিল পীর মহম্মদ! এ বার রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হয় সেই পীর মহম্মদ । পাঞ্জাবে গুরুদাসপুরে রেল লাইন ওড়ানোর চেষ্টার ষড়যন্ত্রে মাস্টারমাইন্ড এ বার রাজ্য পুলিশের এসটিএফের হাতে। জঙ্গি ইয়াসিন ভাটকলের স্টাইলে তবলিগ জামাতে অংশগ্রহণ করে তথ্য পাচার করতো পাকিস্তানকে, দাবি রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দাদের। হাতে এসেছে আরও চঞ্চল্যকর তথ্যও।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

২০২০ সালে নেপালে যায় পীর মহম্মদ। হোয়াটস অ্য়াপ কলের মাধ্যমে তথ্য পাচার করত পীর মহম্মদ, দাবি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দাদের । সেই NIA-এর মোস্ট ওয়ান্টেড অবশেষে গ্রেফতার। অভিযোগ, পাকিস্তানের ইন্টেলিজেন্স অপারেটিভের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল পীর মহম্মদের। এমন কী মোটা টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতো পীর মোহাম্মদ, দাবি রাজ্য পুলিশের এসটিএফের। এর আদি বাড়ি নেপালে হলেও কয়েক  বছর কালিম্পঙয়ে থাকছিল পীর মহম্মদের পরিবার।

advertisement

আরও পড়ুন- আন্দোলনে অবরুদ্ধ রেল ও সড়কপথ, জট কাটাতে কুড়মি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন আদিবাসী উন্নয়ন দফতরে

আরো পড়ুন- আগামিকাল মহালয়ায় কি প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জেনে নিন তর্পণে যাওয়ার আগেই

গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিরা কোথায় কোথায় ঘাঁটি তৈরি করতে পারবে, সে বিষয়ে গ্রামে যাওয়ার সুবাদে  সে তথ্য পাচার করতো পাকিস্তানকে। ইয়াসিন ভাটকলের স্টাইলে তবলিগ-ই-জামাতে যেত পীর মহম্মদ। ইয়াসিন ভাটকল ২০১২ সালে গ্রেফতার হয়েছিল।পীর মহম্মদকে জেরা করে রাজ্য পুলিশের এসটিএফের হাতে নয়া তথ্য। ২০২০ সালে নেপালে যায় পীর মহম্মদ। সেখানে তবলিগ-ই-জামাত করতো। সেখানে এক ব্যক্তি পীর মোহাম্মদকে বলে টাকার বিনিময়ে তথ্য দেওয়ার জন্য। এরপরই পাকিস্তান ইন্টেলিজেন্ট অপারেটিভ এর সঙ্গে যুক্ত হয় পীর মোহাম্মদ। হোয়াটস্যাপ কল-এর মাধ্যমে যোগাযোগ। তথ্য পাচার করতো। পীর মহম্মদ আগে ইলেকট্রনিক্স আইটেম গ্রামে গিয়ে বিক্রি করতো। সহজ কিস্তিতে পাইয়ে দিত। তখনই নজরে আসে পীর। এরপরই পীর মহম্মদকে টাকার বিনিময়ে তথ্য দেওয়ার টোপ দেওয়া হয়। অবশেষে গ্রেফতার। ধৃতর মোবাইল, হোয়াটস্যাপ কল লিস্ট খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। কত দিন ধরে পাকিস্তানকে তথ্য পাচার করতো? কি কি তথ্য দিয়েছে? স্পর্শকাতর কোন কোন তথ্য দিয়েছে? খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/দেশ/
চলত পাকিস্তানে হোয়াটস অ্য়াপে কল, পীর মহম্মদ যেন মূর্তিমান বিভীষিকা, গল্প চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল