শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে ইটাওয়ার কাছে। বাস এবং গাড়ি উভয়ই প্রচণ্ড গতিতে আসছিল। তাই মুখোমুখি ধাক্কা লাগার ফলে দুমরেমুছড়ে যায় বাস এবং গাড়িটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িটির চালক ঘুমিয়ে পড়েছিলেন, তাই গাড়িটি নিয়ন্ত্রণহীন ভাবে পাশের লেনে ঢুকে পড়ে।
advertisement
সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই বাস। বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। এত জোরে গাড়িটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে যে অভিঘাত সহ্য করতে না পেরে উল্টে যায় বাসটি। স্লিপার বাস হওয়ায়, বাসটির উপরেও অনেক যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন, তাঁরা ছিটকে পড়েন মাটিতে। মৃতদের মধ্যে ৪ জন ছিলেন বাসটির যাত্রী, আর অন্য ৩ জন ওই গাড়িটিতে ছিলেন।
আরও পড়ুন: মাইথন, পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়ল ডিভিসি, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা
ঘটনা নিয়ে ইটাওয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সঞ্জয় কুমার বর্মা বলেন, “একটি দোতলা বাস রায়বেরিলি থেকে দিল্লি যাচ্ছিল, রাত সাড়ে ১২টা নাগাদ একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৪ জন মারা গিয়েছেন। গাড়িটিতে ৩ জন যাত্রী ছিলেন, তাঁরা সকলেই নিহত হয়েছেন। মোট ৭ জন মারা গিয়েছেন এই ঘটনায়”।