আহত ২৮ জন বাসযাত্রীকে দ্রুত সিলাওয়াদ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে বড়বানি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মধ্যপ্রদেশের বড়বানি জেলায় এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সিলাওয়াদ থানার অন্তর্গত এলাকায় শ্রমিক বোঝাই একটি বাস উল্টে যায়। এই দুর্ঘটনায় ১৭ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি ভাড়ায় নেওয়া হয়েছিল। এখন বাসের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!
রাজ্যসভার সাংসদ ডঃ সুমের সিং সোলঙ্কি দুর্ঘটনাস্থলে পৌঁছে যান এবং আহতদের সহায়তার নির্দেশ দেন। তিনি সিলাওয়াদ সরকারি হাসপাতালে গিয়েও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
সিলাওয়াদ থানার ইনচার্জ বীর সিং চৌহান জানিয়েছেন, বাসটি ধীরগতিতে চলছিল, যা আরও বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। তবে তদন্তের মাধ্যমে জানা যাবে, চালক নেশাগ্রস্ত ছিল কি না বা অন্য কেউ গাড়ি চালাচ্ছিল কি না।
বড়বানির কালেক্টর গুঞ্চা সনোবর জেলা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এই দুর্ঘটনা শ্রমিকদের দুর্দশা এবং জীবিকার সন্ধানে তাদের বিপদের চিত্র ফুটিয়ে তুলেছে। এক শিশুর মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ফলে কয়েকটি পরিবার গভীর শোকে ডুবে গেছে।