TRENDING:

Buffalo use Handpump in viral video : মোষের নাকি বুদ্ধি নেই ! টিউবওয়েল থেকে জল খেয়ে সকলকে অবাক করল মোষ ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Last Updated:

Buffalo use Handpump in viral video: গরু মোষের নাকি বুদ্ধি হয় না! ভিডিও চমকে দেবে আপনাকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ছত্তিশগড়:  গরু মোষের কি আর বুদ্ধি হয় ! হয় না বলেই তো কেউ কিছু ভুল করলে বলা হয়, 'গরু একটা' (Buffalo use Handpump in viral video)। এই সব প্রচলিত কথা গুলো বলা হয়, কারণ মনে করা হয় গরু মোষের নাকি বুদ্ধি থাকে না! কিন্তু মানুষকে অবাক করে ছত্তিশগড়ের এক মোষ। কে বলে মোষের মাথায় বুদ্ধি নেই ! আসলে সব প্রাণীর মাথাতেই কিছু না বুদ্ধি থাকে ! অকারণে গবেট ভাবার কোনও কারণ নেই।
viral video
viral video
advertisement

সম্প্রতি এমন এক ভিডিও সামনে এসেছে যা দেখে তাজ্জব নেটিজেনরা। ভিডিওটি শেয়ার করেছেন দীপাংশু কাবরা নামের একজন আইপিএস অফিসার (IPS)। তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন, "এবার বলো, বুদ্ধি বড় না মোষ!" এই কথা লেখার কারণ হিন্দিতে একটি প্রচলিত কথা আছে, 'অকল বড়ি ইয়া ভেস' ((Buffalo use Handpump in viral video))। সেই মজা ধরেই এই কথা লিখেছেন তিনি।

advertisement

তবে ভিডিও দেখার পর মানুষ ভাবতে শুরু করেছে। ট্যুইটারে (Twitter) বহু মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। কি আছে সেই ভিডিওতে। দেখা যাচ্ছে মাঠে চড়ছিল এক দল মোষ। সেই মোষের দলে ছিল বাচ্চা মোষও। কিন্তু সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে ক্লান্ত মোষেরা একটা জায়গায় আসে বিশ্রাম নিতে।

advertisement

আর ও পড়ুন: শীতকালে টমেটোর দাম ১০০ টাকা কিলো ! টমেটো ঝড়ে ভাসছে নেট দুনিয়া

তাদের জল পিপাসা পায়! কিন্তু কাছে ধারে নেই কোনও জলাশয়। তখন একটি মোষ যা কাণ্ড করে তা রীতিমতো ভাইরাল। সে একটি জলের কল মানে টিউবয়েল দেখতে পায়। কিন্তু মোষের পক্ষে কি সম্ভব টিউবওয়েল থেকে জল খাওয়া? সম্ভব! আর সেটাই করে দেখিয়েছে এই বুদ্ধিমান মোষটি।

advertisement

আরও পড়ুন: পর্দায় 'ডাক্তার' হয়েই ফিরছেন ঋষি কৌশিক ! সঙ্গে কে? জোর জল্পনা টলিউডে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সে সিং দিয়ে টিউবওয়েল হাতল পাম্প করতে থাকে। সিংয়ে টিউবওয়েলের হাতল পেচিয়ে পাম্ম করে কলের তলায় মুখ দিয়ে দিব্যি জল খেয়ে চলেছে। নিজের সঙ্গীদের নিয়ে বহাল তবিয়তে জল পাম্প করে জল খাচ্ছে মোষ। এও সম্ভব! এত বুদ্ধি তার এল কোথা থেকে! তারমানে মোষেরাও খুব ভাল করে মানুষকে লক্ষ্য করে! মানুষের থেকেই সে দেখে শিখেছে, যে এভাবেও জল খাওয়া যায়! তাই অকারণে আর কাউকে বুদ্ধিহীন ভাবা ঠিক নয়। গরু মোষের বুদ্ধি নেই কে বলে!

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Buffalo use Handpump in viral video : মোষের নাকি বুদ্ধি নেই ! টিউবওয়েল থেকে জল খেয়ে সকলকে অবাক করল মোষ ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল