#কর্ণাটক: টমেটোর কিলো প্রতি দাম নাকি ১০০ টাকা (tomato price hike) ! তাও শীতকালে! অবাক হচ্ছেন তো! অবাক হওয়ার মতোই বিষয়। শীতকালে টমেটোর ফলন বেশি হয়। সাধারণ ভাবেই এই সময় সব থেকে কম দাম থাকে টমেটোর। কিন্তু এই শীতকালেই ভারতে টমেটোর কিলো হল(tomato price) ১০০ টাকা! যেখানে তা থাকার কথা ২০ বা ৩০ টাকা কিলো!
#Tomato sellers right now : pic.twitter.com/kW20vw3Wp0
— Tweetera (@DoctorrSayss) November 23, 2021
কিন্তু কেন এমন হল? তার পিঁছনে কারণ রয়েছে অবশ্যই ! দক্ষিণ ভারতে টমেটোর দাম ১০০ টাকা প্রতি(tomato price) কিলোতে বিক্রি হচ্ছে। কারণ এ বছর বন্যায় প্রবল ক্ষতির মুখে পড়েছে ভারতের এই অংশের মানুষরা।
#Tomato Rs 120/kg ....
Me going to make Tomato soup ... Meanwhile ..mom: pic.twitter.com/0qGHSnf2s2 — Varsha saandilyae (@saandilyae) November 23, 2021
When you see someone buying 5 kg tomato You be like :-#Tomato pic.twitter.com/8SEeHc1yaU
— Innocent Child (@bholaladkaa) November 24, 2021
অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিল নাড়ুতে এ বছর বৃষ্টি ভয়াবহ আকার নেই। যার ফলে ক্ষতিগ্রস্থ হয় চাষবাস। ভারতে সব থেকে বেশি টমেটো চাষ হয় অন্ধ্রপ্রদেশে। সেই অন্ধ্রই বন্যার কবলে ছিল। ফলে চাষবাস নষ্ট হয়েছে। যার প্রভাব পড়েছে টমেটোর (tomato price)ফলনেও। আর এই কারণেই টমেটোর কেজি প্রতি দাম ১০০ হয়েছে। প্রয়োজনীয় সবজির দাম কিলো প্রতি ১৪০ হয়েছে।
New boss of vegetables.. #Tomato pic.twitter.com/unmuMkGcvr
— Vanita Vivek Narayane (@VanitaNarayane) November 23, 2021
তবে এই খবর সামনে আসতেই নেট দুনিয়ায় বইতে শুরু করেছে (tomato price)টমেটো ঝড়। নেটিজেনরা টমেটোর দাম নিয়ে মজার মিম বানাতে শুরু করে দিয়েছেন। সকাল থেকে ট্যুইটারে বন্যা বইছে টমেটোর দাম নিয়ে তৈরি মজার মজার মিমে।
#Tomato price rn : pic.twitter.com/kprlkAsOZt
— Paras Jain (@_paras25_) November 24, 2021
#Tomato in Green Salad pic.twitter.com/lMs37J5QQa
— thuukk (@pankaj70490142) November 23, 2021
একজন ট্যুইটার (twitter) ব্যবহারকারী নওয়াজ উদ্দিনের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে পুলে স্নান করছেন নওয়াজ। হাতে সিগারেট। গলায় সোনার চেন। মুখে ডায়ালগ বসানো হয়েছে, "ধান্দা করো তো বড়া করো পুরুষোত্তমভাই, ওয়ারনা মাত করো"। এই মিম (twitter meme) শেয়ার করে লিখেছেন, টমেটো ব্যবসায়ীরা এখন এভাবে সময় কাটাচ্ছে।
People who bought two kgs of #Tomato pic.twitter.com/jujmKQD3Ai
— Abhishek Mitlakod (@Abhishek5888) November 23, 2021
When you recreate this scene With current price of #Tomato pic.twitter.com/UdngqfXxpX
— NIKHIL MISHRA (@niks__712) November 24, 2021
একজন আবার কবীর সিং ছবি থেকে শাহিদ কাপুরের ছবি শেয়ার করেছেন। লিখেছেন টমেটোর দাম বাড়ায় রেগে গিয়েছেন শাহিদ কাপুর (twitter meme)। কেউ আবার ভাইরাল হওয়া যুবকের ভিডিও শেয়ার করে তুলনা করেছেন।
Petrol be like:- pic.twitter.com/oQVQxLD7j5 — Dilip Rangwani (@ItsRDil) November 24, 2021
#Tomato around Rs120 per kg today pic.twitter.com/CEpa4BZyZa
— Aanchal Writer (@VashishtAanchal) November 23, 2021
কেউ আবার মাধুরী দিক্ষিতের সঙ্গে ইরফান খানের ছবি শেয়ার করে লিখেছেন 'বড়লোকের মতো ভাবনা আসতে হবে মনে।" সবই টমেটো নিয়ে শেয়ার করা হয়েছে। এই সব মজার মিমে ছেয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। কিন্তু বিষয়টা নিয়ে যতই হাসি ঠাট্টা করা হোক না কেন, টমেটোর দাম ১০০ টাকা হওয়াটা সত্যিই চিন্তার বিষয়। বহু মানুষকেই পড়তে হচ্ছে সমস্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tomato Price, Tomato Price hike, Twitter