TRENDING:

Physical Harassment: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

Last Updated:

বৌদিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দেওর। শুধু তাই নয়, নির্মম এই অত্যাচারের ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখে সে। স্বামীকে জানানোর পরে স্বামী তার পাশে দাঁড়ানইনি, উল্টে তিনি স্ত্রীকে বলেন, এখন থেকে তুমি আমার বৌ না, তুমি আমার বৌদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বৌদিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দেওর, এমনই অভিযোগ। শুধু তাই নয়, নির্মম এই অত্যাচারের ঘটনা ক্যামেরাবন্দিও করে রাখে সে। স্বামী বাড়ি ফেরার পর দেওরের এই কুকীর্তির কথা স্বামীকে জানায় ধর্ষিতা স্ত্রী, আশা ছিল স্বামী দেওরের এই অপরাধের কথা জানার পর ব্যবস্থা নেবেন। কিন্তু দেওরকে নিয়ে তাঁর সেই অভিযোগই হয়ে গিয়েছে অপরাধ। পাল্টা বিপদে পড়তে হল স্ত্রীকেই।
বৌদিকে ধর্ষণ দেওরের।
বৌদিকে ধর্ষণ দেওরের।
advertisement

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা। দেওরের নির্যাতনের কথা স্বামীকে জানানোর পরে স্বামী তো তাঁর পাশে দাঁড়ানইনি, উল্টে তিনি স্ত্রীকে বলেন, এখন থেকে তুমি আমার বৌ না, তুমি আমার বৌদি। উল্টে দেওরকে নিয়ে স্ত্রীর ঘরে ঢোকেন স্বামী, তারপরে ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে স্ত্রীর উপরেই নির্যাতন চালান স্বামী, এমনকি স্ত্রীকে খুনেরও চেষ্টা করেন স্বামী। ভাইকে নিয়ে স্ত্রীর ঘরে ঢুকে বৌকে মেঝেতে ফেলে তার বুকের উপরে উঠে পড়েন স্বামী। তারপরে ওড়না দিয়ে তার শ্বাসরোধের চেষ্টা করেন। এই পাশবিক ঘটনা ক্যামেরাবন্দি করে নির্যাতিতার দেওর।

advertisement

আরও খবর: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিষয়টি সামনে আসার পরেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের খাতাউলির কোতওয়ালি থানা নির্যাতিতার স্বামী এবং দেওরের বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা এবং ৩২৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Physical Harassment: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল