গ্রেটার নয়ডার এক গ্রামবাসী সেকেন্দ্রাবাদের এক মহিলাকে বিয়ে করেন গত সপ্তাহে। সবই ভাল চলছিল। কিন্তু আচমকা পেটে অসম্ভব যন্ত্রণার কথা বলতে শুরু করেন নববধূ। তাও আবার ফুলসজ্জার রাতে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। চিকিৎসকের থেকে তাঁর স্বামী ও পরিবার জানতে পারেন, নববধূ সাত মাসের অন্তঃসত্ত্বা। সেখানেই পরের দিন তিনি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।
advertisement
আরও পড়ুন: শহরে অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না, সল্টলেকে চালু করলেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নতুন কোর্স
পরবর্তীকালে জানা গিয়েছে, নববধূর বাড়ির লোক সাত মাস আগে থেকেই জানতে যে তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু সমালোচনা এড়াতে বরের বাড়ির সকলের থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। শ্বশুরবাড়িতে বলা হয়, সম্প্রতি মেয়ের পেটে একটি সার্জারি হয়েছে, স্টোন বার করা হয়েছে তাই শরীর ভাল নেই, পেটেও ব্যথা হচ্ছে।
এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে চুক্তি হয় যে কেউ কোনওরকম মামলা দায়ের করবেন না। কিন্তু নতুন বউ বা কন্যাকে গ্রহণ করতে রাজি হয়নি বরের বাড়ি। তাই বিয়ে দেওয়ার পরই মেয়ে ও নাতনিকে নিয়ে সেকেন্দ্রাবাদে ফিরে গিয়েছেন তাঁর পরিবার।
গত সোমবার, ২৬ জুন, গ্রেটার নয়ডাতে বিয়ে হয় যুগলের। আর পরের দিন থেকেই তাঁরা এক কন্যাসন্তানের মা-বাবা। অথচ এই ঘটনার জেরে বিয়ে আর টিকল না।