TRENDING:

Pregnant Bride: বিয়ের রাতে অসহ্য পেটে যন্ত্রণা, হঠাৎই সন্তানের জন্ম দিলেন নববধূ! তারপরের ঘটনা অবাক করবে

Last Updated:

Pregnant Bride: গ্রেটার নয়ডার এক গ্রামবাসী সেকেন্দ্রাবাদের এক মহিলাকে বিয়ে করেন গত সপ্তাহে। সবই ভাল চলছিল। কিন্তু আচমকা পেটে অসম্ভব যন্ত্রণার কথা বলতে শুরু করেন নববধূ। তাও আবার ফুলসজ্জার রাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গ্রেটার নয়ডা: গত সপ্তাহেই এই দেশেই ঘটে গেল এক আজব ঘটনা। গ্রেটার নয়ডায় বিয়ের পরের দিনই দম্পতি অভিভাবক হলেন। না, দত্তক নেননি। নববধূ জন্ম দিলেন সদ্যোজাতর। কেবল ‘পেট ব্যথা করছে’ বলেই কেটে গিয়েছে সাতটি মাস। তাও হবু স্বামী টের পাননি যে তাঁর হবু স্ত্রী অন্তঃসত্ত্বা।
*এ বছর বিয়ের দৌড়ে বাংলার সব জেলাকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে উত্তর ২৪ পরগণা। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় স্থানে কলকাতা, রেজিস্ট্রি বিয়ের সংখ্যা ৬,৪৭৬। সংগৃহীত ছবি প্রতীকী। 
*এ বছর বিয়ের দৌড়ে বাংলার সব জেলাকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে উত্তর ২৪ পরগণা। তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগণা। তৃতীয় স্থানে কলকাতা, রেজিস্ট্রি বিয়ের সংখ্যা ৬,৪৭৬। সংগৃহীত ছবি প্রতীকী। 
advertisement

গ্রেটার নয়ডার এক গ্রামবাসী সেকেন্দ্রাবাদের এক মহিলাকে বিয়ে করেন গত সপ্তাহে। সবই ভাল চলছিল। কিন্তু আচমকা পেটে অসম্ভব যন্ত্রণার কথা বলতে শুরু করেন নববধূ। তাও আবার ফুলসজ্জার রাতে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মহিলাকে। চিকিৎসকের থেকে তাঁর স্বামী ও পরিবার জানতে পারেন, নববধূ সাত মাসের অন্তঃসত্ত্বা। সেখানেই পরের দিন তিনি এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।

advertisement

আরও পড়ুন: শহরে অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না, সল্টলেকে চালু করলেন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের নতুন কোর্স

পরবর্তীকালে জানা গিয়েছে, নববধূর বাড়ির লোক সাত মাস আগে থেকেই জানতে যে তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু সমালোচনা এড়াতে বরের বাড়ির সকলের থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। শ্বশুরবাড়িতে বলা হয়, সম্প্রতি মেয়ের পেটে একটি সার্জারি হয়েছে, স্টোন বার করা হয়েছে তাই শরীর ভাল নেই, পেটেও ব্যথা হচ্ছে।

advertisement

এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে চুক্তি হয় যে কেউ কোনওরকম মামলা দায়ের করবেন না। কিন্তু নতুন বউ বা কন্যাকে গ্রহণ করতে রাজি হয়নি বরের বাড়ি। তাই বিয়ে দেওয়ার পরই মেয়ে ও নাতনিকে নিয়ে সেকেন্দ্রাবাদে ফিরে গিয়েছেন তাঁর পরিবার।

আরও পড়ুন: হচ্ছে না শ্য়ুটিং, পড়ে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার প্রজেক্ট, জঙ্গলমহলের স্বপ্নের ফিল্মসিটি বন্ধের মুখে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

গত সোমবার, ২৬ জুন, গ্রেটার নয়ডাতে বিয়ে হয় যুগলের। আর পরের দিন থেকেই তাঁরা এক কন্যাসন্তানের মা-বাবা। অথচ এই ঘটনার জেরে বিয়ে আর টিকল না।

বাংলা খবর/ খবর/দেশ/
Pregnant Bride: বিয়ের রাতে অসহ্য পেটে যন্ত্রণা, হঠাৎই সন্তানের জন্ম দিলেন নববধূ! তারপরের ঘটনা অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল