প্রথমে আধঘণ্টার মধ্যে পরিষেবা ফেরানো গেলেও ফের সার্ভিস বসে যায়৷ সোশ্যাল মিডিয়ায় তারপরেই নেটিজেনরা ক্ষোভ উগড়ে দিতে শুরু করেন৷ কারণ প্রচুর গ্রাহক এই অ্যাপের ওপর খাবারের জন্য নির্ভর করেন৷ শুধু অর্ডার দেওয়াই নয়, মেন্যু দেখা থেকে অর্ডার প্লেস করা কোনও কাজই জাস্ট করা যাচ্ছিল না৷
আরও পড়ুন - IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবন
advertisement
এই দুই কোম্পানির কাস্টমার সাপোর্ট এই মেসেজগুলির উত্তর দিয়ে জানান সাময়িক এই অব্যবস্থা দ্রুত কাটিয়ে ওঠার ব্যবস্থা করা হচ্ছে৷
এই দুটি প্ল্যাটফর্মের ভ্যালু ১০ বিলিয়ন করে প্রতিটার৷ এরা সারা ভারতের অনলাইন অ্যাপভিত্তিক মার্কেটকে দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ করে৷
কম্পিটন কমিশন অফ ইন্ডিয়া সোমবার জানিয়েছিল তারা তদন্ত করে দেখবে যে অ্যাপ দুটি কোম্পানির দ্বারা অফার করা হয় তা একেবারে নিউট্রাল৷ এমন খবর দিয়েছিল রয়টার্স৷