TRENDING:

Sidhu Moose Wala Shot Dead: প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে খুন কংগ্রেস নেতা ও পঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা!

Last Updated:

Congress Leader and Punjabi Singer Sidhu Moose Wala Shot Dead: ২০২২ সলের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, সিধু মুস ওয়ালা কংগ্রেসের টিকিটে মানসা থেকে ভোটে দাঁড়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল কংগ্রেস নেতা এবং পঞ্জাবি গায়ককে সিধু মুস ওয়ালাকে! রবিবার মানসা জেলায় গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। গুলিতে আহত হয়েছেন আরও দুইজন। পঞ্জাব সরকার মুস ওয়ালা সহ ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করার একদিন পরেই এই ঘটনাটি ঘটেছে। ভিআইপি সংস্কৃতিকে দমন করার উদ্দেশ্যে ভগবন্ত মান সরকারের প্রশাসনিক বিধির অংশ হিসাবেই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছিল। মুস ওয়ালা এবং তাঁর দুই বন্ধু গাড়ি চালিয়ে পঞ্জাবের মানসাতে তাঁদের গ্রামে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।
advertisement

আরও পড়ুন- মোদি-শাহ নয়, ভারত যদি কারও হয়ে থাকে, তা দ্রাবিড়, আদিবাসীদের: আসাদুদ্দিন ওয়াইসি

যে এসইউভি গাড়িতে মুস ওয়ালা ছিলেন সেই গাড়িটি বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছে। একাধিক গুলি শরীরে নিয়ে রক্তাক্ত অবস্থায় নিজের আসনে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। ব্যাপক রক্তক্ষণ ঘটে তাঁর। মুস ওয়ালাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আসল নাম শুভদীপ সিং সিধু। তবে গানের জগতে সিধু মুস ওয়ালা নামেই পরিচিত ছিলেন তিনি। ২৮ বছর বয়সী মানসার মুস ওয়ালা গ্রামের বাসিন্দা সিধু গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দিয়েছেন।

আরও পড়ুন- "আধার কার্ডের ফটোকপি দেবেন না কাউকেই," বলার পরেই নির্দেশিকা প্রত্যাহার করল UIDAI

গত বছর ডিসেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই গায়ক। ২০২২ সলের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, সিধু মুস ওয়ালা কংগ্রেসের টিকিটে মানসা থেকে ভোটে দাঁড়ান। আম আদমি পার্টির ডাঃ বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি।

advertisement

কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, এই খবরে গভীরভাবে মর্মাহত তিনি। “প্রতিশ্রুতিশীল কংগ্রেস নেতা এবং প্রতিভাবান শিল্পী সিধু মুস ওয়ালার হত্যায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। বিশ্বজুড়ে তার প্রিয়জন এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা,” ট্যুইট করেছেন রাহুল গান্ধি। কংগ্রেস নেতা চরণ সিং সাপরা জানিয়েছেন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে কীসের ভিত্তিতে মুস ওয়ালার সুরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sidhu Moose Wala Shot Dead: প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি করে খুন কংগ্রেস নেতা ও পঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল