আরও পড়ুন- মোদি-শাহ নয়, ভারত যদি কারও হয়ে থাকে, তা দ্রাবিড়, আদিবাসীদের: আসাদুদ্দিন ওয়াইসি
যে এসইউভি গাড়িতে মুস ওয়ালা ছিলেন সেই গাড়িটি বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছে। একাধিক গুলি শরীরে নিয়ে রক্তাক্ত অবস্থায় নিজের আসনে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। ব্যাপক রক্তক্ষণ ঘটে তাঁর। মুস ওয়ালাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আসল নাম শুভদীপ সিং সিধু। তবে গানের জগতে সিধু মুস ওয়ালা নামেই পরিচিত ছিলেন তিনি। ২৮ বছর বয়সী মানসার মুস ওয়ালা গ্রামের বাসিন্দা সিধু গত কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট গান উপহার দিয়েছেন।
আরও পড়ুন- "আধার কার্ডের ফটোকপি দেবেন না কাউকেই," বলার পরেই নির্দেশিকা প্রত্যাহার করল UIDAI
গত বছর ডিসেম্বরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই গায়ক। ২০২২ সলের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে, সিধু মুস ওয়ালা কংগ্রেসের টিকিটে মানসা থেকে ভোটে দাঁড়ান। আম আদমি পার্টির ডাঃ বিজয় সিংলার কাছে পরাজিত হন তিনি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, এই খবরে গভীরভাবে মর্মাহত তিনি। “প্রতিশ্রুতিশীল কংগ্রেস নেতা এবং প্রতিভাবান শিল্পী সিধু মুস ওয়ালার হত্যায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। বিশ্বজুড়ে তার প্রিয়জন এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা,” ট্যুইট করেছেন রাহুল গান্ধি। কংগ্রেস নেতা চরণ সিং সাপরা জানিয়েছেন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে কীসের ভিত্তিতে মুস ওয়ালার সুরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল।