নানা ধরনের হেনস্তার অভিযোগ প্রতিবেশী কালটু সাধুখাঁ এবং দেবাশীষ সাধুখাঁর বিরুদ্ধে। আজ সকালে ওই বক্সারের স্ত্রী নবনীতা ওই ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই রীতিমতো মারধর করে রক্তাক্ত করে দেওয়া হয় তাঁকে। অভিযোগ এমনই।
ঘটনাস্থলে টালিগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছয়। পুলিশ নবনীতা দেবীকে বাঙুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানার ৩১/এ শ্রী মোহন লেনে।
advertisement
আরও পড়ুন- সচিন না সইফ, কার মেয়ে শুভমানের 'সারা' জীবনের সঙ্গী? ভাইরাল ভিডিওতে নতুন গুঞ্জন
আজ সকালে বৃদ্ধ বক্সার তারক সাধুখাঁ ঘরের মধ্যেই ছিলেন। তার হিপ জয়েন্ট ভাঙা। বাড়ির বাইরে প্রতিবেশী কাল্টু এবং দেবাশীষ সাধুখা অন্যদের সঙ্গে গন্ডগোল শুরু করেছিলেন। সেই সময় বিষয়টি থামানোর জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছন নবনীতা।
কথা কাটাকাটির পর বক্সারের স্ত্রীকে কিল, ঘুঁষি মেরে রক্তাক্ত করে দেন তাঁরা। নবনীতার নাক এবং মুখ থেকে অঝোরে রক্ত ঝড়তে থাকে। খবর যায় টালিগঞ্জ থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারক বাবুর অভিযোগ, ওই দুজন দীর্ঘ দিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছেন।
এর আগেও মেয়ের স্নানের ঘরে ঢুকে গেছিল এই দুজন। অভিযোগ করেছেন তিনি। এছাড়া বাড়িতে এসে চড়াও হয়েছিলেন। টালিগঞ্জ থানাতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তারক বাবুর।
আজ ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও তিনি যথেষ্ট আশঙ্কায় রয়েছেন। যেভাবে ষাটোর্ধ্ব নবনীতাকে মারধর করেছেন ওই দুই ব্যক্তি। পুলিশ যদি তাঁদের বিরুদ্ধে ঠিকঠাক ব্যবস্থা না নেয়! তা হলে আতঙ্কে থাকবেন বলে দাবী নবনীতা ও তারকের।
তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।