TRENDING:

বর্নভিটায় বড় বিপদ! ক্ষতি হচ্ছে শিশুদের! এবার বড়সড় পদক্ষেপ সরকারের

Last Updated:

Bournvita: কেন্দ্রীয় সরকার এবার সমস্ত ই-কমার্স ওয়েবসাইটগুলিকে 'স্বাস্থ্যকর পানীয়' বিভাগ থেকে বর্নভিটা৪কে সরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত বর্নভিটা এবং অন্যান্য বড় ব্র্যান্ডগুলিকে বড় ধাক্কা দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : বর্নভিটায় বিপদ!
advertisement

কেন্দ্রীয় সরকার এবার সমস্ত ই-কমার্স ওয়েবসাইটগুলিকে ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগ থেকে বর্নভিটা৪কে সরানোর নির্দেশ দিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্ত বর্নভিটা এবং অন্যান্য বড় ব্র্যান্ডগুলিকে বড় ধাক্কা দিয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এই আদেশ মেনে চলতে হবে সমস্ত ই-কমার্স সাইটকে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) এফএসএস একাধিক পানীয়কে ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগ থেকে সরানোর নির্দেশ দিয়েছে।

advertisement

আরও পড়ুন- দীর্ঘ লাইনে দাঁড়ানো ইতিহাস! UTS অ্যাপেই টিকিট কাটতে পারবেন… জানুন কীভাবে? 

মন্ত্রক কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্নভিটায় অতিরিক্ত মাত্রায় চিনি রয়েছে। এছাড়াও এমন বেশ কিছু উপাদান/ফর্মূলা রয়েছে যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

বাণিজ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমস্ত ই-কমার্স ওয়েবসাইটগুলিকে ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগ থেকে বর্নভিটাকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

advertisement

সম্প্রতি এক ইউটিউবার জানান, বর্নভিটায় বেশ কিছু অস্বাস্থ্যকর উপাদান রয়েছে। তিনি জানিয়েছিলেন, বর্নভিটায় প্রচুর পরিমাণে চিনি থাকে, এছাড়াও কোকা সলিড ও রঙ মেশানো হয়, যা কি না শরীরে ক্যানসারের বীজ বুনতে পারে।

আরও পড়ুন- খেলোয়াড় গড়তে পরিকাঠামো উন্নয়নে জোর রেলের, ক্রীড়া অনুষ্ঠানগুলির প্রচারে উৎসাহ

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

এর পরই ওই ইউটিউবারকে সংস্থার তরফে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এমনকী তাঁর সেই দাবি ভুয়ো বলে দাবি করেছিলেন বর্নভিটা প্রস্তুতকারক সংস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বর্নভিটায় বড় বিপদ! ক্ষতি হচ্ছে শিশুদের! এবার বড়সড় পদক্ষেপ সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল