Rail Sports Association: খেলোয়াড় গড়তে পরিকাঠামো উন্নয়নে জোর রেলের, ক্রীড়া অনুষ্ঠানগুলির প্রচারে উৎসাহ

Last Updated:

Rail Sports Association: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আন্তর্জাতিক মানের উৎকৃষ্ট ক্রীড়াবিদ তৈরি করতে ক্রীড়া অনুষ্ঠানগুলির প্রচার ও উৎসাহিত করার জন্য এক অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ক্রমাগতভাবে সমৃদ্ধশালী হয়ে উঠছে।

খেলোয়াড় গড়তে পরিকাঠামো উন্নয়নে জোর রেলের
খেলোয়াড় গড়তে পরিকাঠামো উন্নয়নে জোর রেলের
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) আন্তর্জাতিক মানের উৎকৃষ্ট ক্রীড়াবিদ তৈরি করতে ক্রীড়া অনুষ্ঠানগুলির প্রচার ও উৎসাহিত করার জন্য এক অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ক্রমাগতভাবে সমৃদ্ধশালী হয়ে উঠছে। এনএফআর-এর অধীনে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (এনএফআরএসএ) পরিচালনা করা হয়, যা এনএফআর-এ ক্রীড়ার জন্য জোনাল লেবেলের একটি সংগঠন।
এনএফআরএসএ-এর প্রধান উদ্দেশ্য হল আমাদের খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদক জয়ের ক্ষেত্রে তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধি করে রেলওয়ের দ্বারা প্রদান করা বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো ও সুবিধাগুলি ব্যবহার করে তাঁদের সম্ভাবনাকে সর্বাধিক বিকশিত করে তোলা। বর্তমানে এনএফআর-এ বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েল্থ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়া কাপ ইত্যাদিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আন্তর্জাতিক ও জাতীয়স্তরের একগুচ্ছ খেলোয়াড় রয়েছে।
advertisement
২০২৩-২৪ অর্থবর্ষে সাঁতার, হেপ্টাথ্লন, সাইক্লিং, ওয়েটলিফ্টিং ও অ্যাথলেটিক্সের মতো বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানগুলিতে এই জোনের জন্য খেলোড়াররা উল্লেখযোগ্য প্রদর্শন ও কৃতিত্ব অর্জন করেছেন। ২০২৩ সালে মিস স্বপ্না বর্মনের মতো অভিজাত খেলোয়াড় ব্যাংককে আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপ্টাথ্লনে সিলভার মেডেল অর্জন করেছেন, মালয়েশিয়ায় আয়োজিত এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে সাইক্লিঙে সিলভার মেডেল অর্জন করেছেন শ্রী এল. রোনাল্ডো সিং, থাইল্যান্ডে আয়োজিত এশিয়া কাপে ট্র্যাক টিম সাইক্লিঙে সিলভার মেডেল অর্জন করেছেন শ্রী মনোজিৎ কুমার, চিনে আয়োজিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ২০০ মিটার রেসে শ্রী অম্লান বরগোঁহাই ব্রোঞ্জ মেডেল অর্জন করেছেন এবং মিস বিন্দিয়ারাণী দেবী অরুণাচল প্রদেশে আয়োজিত আইডব্লিউএলএফ সিনিয়র উইমেন ন্যাশনাল ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ক্যাটাগরিতে গোল্ড মেডেল অর্জনের পাশাপাশি কোরিয়ায় আয়োজিত এশিয়ান ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল অর্জন করেন। সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল, ২০২৪ পর্যন্ত আয়োজিত আইডব্লিউএফ ওয়ার্ল্ড কাপে ৫৫ কেজি ক্যাটাগরিতে তিনি ব্রোঞ্জ মেডেল লাভ করেন।
advertisement
advertisement
আন্তর্জাতিক মানের আরও ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যে ক্রীড়া অনুষ্ঠানগুলির প্রচারের জন্য এনএফআরএসএ-এর অধীনে ১২টি স্পোর্টস অ্যাকাডেমি রয়েছে। অ্যাথলেটিক্স, আর্চারি, অ্যাকুয়াটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফুটবল, লন টেনিস, আত্মরক্ষার জন্য মার্শাল আর্টস, উষু ও কুংফু, টেবিল টেনিস ও ভলিবলের মতো ক্রীড়া ইভেন্টগুলির ৪৭ জন কোচের নির্দেশনার অধীনে প্রচার ও সুবিধা প্রদান করা হয়, যেখানে প্রায় ২০০০ জন সম্ভাবনাময় ভবিষ্যৎ অ্যাথলেটিক্সের প্রশিক্ষণ দেওয়া হয়।ক্রিকেট স্টেডিয়ামের পরিকাঠামো পুনর্বিকশিত করা হচ্ছে এবং খুব শীঘ্রই পাঁচটি নতুন সেন্টার উইকেট স্থাপন করা হবে এবং উপযুক্ত ফ্লাডলাইডের ব্যবস্থাও করা হবে।
advertisement
এছাড়াও, উপযুক্ত আলোর ব্যবস্থার সঙ্গে ০২ অ্যাস্ট্রো টার্ফ উইকেট-সহ একটি ক্রিকেট ইন্ডোর হল নির্মাণের কাজ অগ্রগতির পর্যায়ে রয়েছে। ০২টি বাস্কেটবল কোর্ট, ১৮০০ আসন ব্যবস্থা-সহ মাল্টিপার্পোজ এসি ইন্ডোর হল, ০৪টি কোর্ট-সহ ব্যাডমিন্টন হল, ০৬টি বোর্ড-সহ টেবিল টেনিস হল, ড্রেসিং রুম-সহ ফুটবল স্টেডিয়াম, আন্তর্জাতিক সুবিধা-সহ বক্সিং রিং, সুইমিং পুল, ওয়েটলিফ্টিং ও পাওয়ার লিফ্টিং রুম, আর্চারি এরিনা, ০২টি ভলিবল কোর্ট, জিমনাসিয়াম হল, আমিনগাঁওয়ে ৯টি হোল-সহ গল্ফ কোর্স, ০৩টি সিনথেটিক কোর্ট ও ০১টি ইন্ডোর কোর্ট এবং স্পোর্টস হোস্টেল ও ফিজিওথেরাপি রুমের মতো সুবিধা আপগ্রেড করা হয়েছে। ক্রীড়া প্রশিক্ষণের জন্য সাধারণ মানুষও এই সুবিধাগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rail Sports Association: খেলোয়াড় গড়তে পরিকাঠামো উন্নয়নে জোর রেলের, ক্রীড়া অনুষ্ঠানগুলির প্রচারে উৎসাহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement