জয়পুরে আয়োজিত হচ্ছে হিন্দু আধ্যাত্মিক সেবা মেলা। আরএসএসের তরফে এই মেলার আয়োজন করা হয়েছে। স্কুল পড়ুয়াদের এই আধ্যাত্মিক মেলায় যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার। সরকারি স্কুলের শিক্ষকদেরও এই মেলায় যোগ দিতে বলা হয়েছে। আর এই মেলা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ এই মেলাতে হিন্দু ছাত্রীদের কাছে ‘লাভ জিহাদ’ সম্পর্কে প্রচার করা হচ্ছে।
advertisement
- মেলায় বিলি করা হচ্ছে লাভ জিহাদ সংক্রান্ত বই
- লিফলেট বিলি করে ধর্মান্তকরণ নিয়ে সতর্ক করা হচ্ছে
- বাদ যাননি বলিউড তারকারাও
- নাম করা হয়েছে আমির খান ও সইফ আলি খানের
- তাঁদের বিরুদ্ধে হিন্দু মেয়েদের ফাঁদে ফেলার অভিযোগ তোলা হয়েছে
- খ্রিষ্টান মিশনারিদের থেকে সতর্ক করেও লিফলেট বিলি করা হয়
লাভ জিহাদ বিতর্কে বসুন্ধরা রাজে সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব বিরোধীরা। যদিও লিফলেট বিলি বিতর্কে অভিযোগ অস্বীকার করেছেন উদ্যোক্তারা। লভ জিহাদের থেকে মেয়েদের বাঁচাতে, বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে। মেয়েদের মোবাইলের উপর নজর রাখার নিদান হিন্দু সেনার।