আরও পড়ুন: এনকাউন্টারে খতম ১০ মাওবাদী! নিহত অন্যতম শীর্ষ নেতা, মাথার দাম ছিল ১ কোটি, ছত্তিশগঢ়ে বড়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাইকোর্ট এবং বম্বে হাইকোর্টে দুটি আলাদা আলাদা বোমাতঙ্কের ই-মেল আসে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই বোমাতঙ্ক বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। এবং এই বিষয়ে তদন্ত করে সন্দেহজনক কোনও কিছুই পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুন: পাকিস্তানি বৌদির নামে কালো টাকার কারবার…ফাঁস! ইডির জালে বিরাট বড় চক্র, ৬৫০ কোটি টাকা…
ই-মেলে লেখা ছিল বেলা দুটোর মধ্যে গোটা আদালত চত্বর খালি না করলে তা ভয়াবহ হতে পারে। এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবের দফতর, মৌলনা আজাদ মেডিক্যাল কলেজ, এবং ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেও বোমাতঙ্কের ই-মেল পাঠানো হয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আরডিএক্সের উল্লেখ করা ছিল ওই ই-মেলে। যা ১ কিলোমিটার এলাকা পর্যন্ত সবকিছু তছনছ করে দিতে পারে। কিন্তু, গোটা এলাকা ভাল করে তল্লাশি চালানোর পরে কিছুই পাওয়া যায়নি।