TRENDING:

কাঠুয়াকাণ্ডে সোনম কোয়েনা বিবাদে সরগরম বলিউড

Last Updated:

কাঠুয়া ধর্ষণকাণ্ড ঘিরে চির বলিউডে ৷ বাকারওয়াল কিশোরী নির্যাতন নিয়ে সরগরম দেশ ৷ বয়েছে প্রতিবাদের বন্যা ৷ স্বভাবত বলিউডও সামিল সেই প্রতিবাদে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই:  কাঠুয়া ধর্ষণকাণ্ড ঘিরে চিড় বলিউডে ৷ বাকারওয়াল কিশোরী নির্যাতন নিয়ে সরগরম দেশ ৷ বয়েছে প্রতিবাদের বন্যা ৷ স্বভাবত বলিউডও সামিল সেই প্রতিবাদে ৷ প্ল্যাকার্ড হাতে সোনম, করিনা থেকে রাধিকা আপ্তে, বলি কন্যাদের ছবি ছেয়ে গিয়েছে টুইটারে ৷ আর সেখানেই শুরু বিতর্ক ৷ সোনম কাপুর বনাম কোয়েনা মিত্র ৷
advertisement

সোনমের টুইটকে পাল্টা দিয়ে কোয়ানা উঠে এলেন খবরে ৷ 'ফেক হিন্দু' বলতে সোনাম কী বোঝাতে চাইছেন, সেই প্রশ্নে সরব কোয়েনা ৷ সম্প্রতি কাঠুয়াকাণ্ড একটি পোস্ট শেয়ার করে সোনাম লিখেছেন, ভারতবর্ষে যে এ ধরণের ঘটনা ঘটছে এটা তাঁর কাছে অবিশ্বাস্য এবং তিনি এই ধরণের 'নকল হিন্দুদের' নিয়ে লজ্জিত ৷

সোনমের এই 'নকল হিন্দু' মতেই জোর আপত্তি কোয়েনার ৷

বাংলা খবর/ খবর/দেশ/
কাঠুয়াকাণ্ডে সোনম কোয়েনা বিবাদে সরগরম বলিউড