TRENDING:

Crime News: কিছু টাকার জন্য দুই বন্ধুর অশান্তি, শেষ পরিণতি শুনলে হাঁ হয়ে যাবেন!

Last Updated:

২ দিন ধরে নিখোঁজ থাকার পর যমুনা নদীর তীরে মিলল স্নেহা ত্রিপাঠী নামে এক যুবতীর লাশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপ্রদেশ: ২ দিন ধরে নিখোঁজ থাকার পর যমুনা নদীর তীরে মিলল স্নেহা ত্রিপাঠী নামে এক যুবতীর লাশ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
কিছু টাকার জন্য দুই বন্ধুর অশান্তি, শেষ পরিণতি শুনলে হাঁ হয়ে যাবেন!
কিছু টাকার জন্য দুই বন্ধুর অশান্তি, শেষ পরিণতি শুনলে হাঁ হয়ে যাবেন!
advertisement

মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চিত্রকুট জনপদের মৌ থানাতে৷ পুলিশি তদন্তে উঠে এসেছে নানা মৃত ওই কিশোরী সম্পর্কে নানা তথ্য৷ জানা গিয়েছে, মৃতার নাম স্নেহা৷ ঘটনার কারণ জানতে গিয়ে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য৷

২ দিন আগে বন্ধু গরিমার সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে ঝামেলা হয় স্নেহার৷ মৃত যুবতী স্নেহাকে ৫০০০ টাকা ধার দিয়েছিল স্নেহা৷ কিন্তু সময়মতো টাকা ফেরত দিতে পারেনি স্নেহা৷ এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বেশ কথাকাটাকাটিও হয়৷ যার জেরে মৃত যুবতীর বন্ধু গরিমা স্নেহার বিরুদ্ধে মৌ থানায় অভিযোগ দায়ের করেন। এতে পুলিশ উভয় পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং শেষমেষ সবকিছু মিটমাটও হয়ে যায়৷ এরপরই অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যান স্নেহা৷ তন্ন তন্ন করে খুঁজেও তার কোনও খোঁজ পায়নি তার পরিবার পরিজনেরা৷ পুলিশ তল্লাশি চালিয়েও স্নেহার খোঁজ পায়নি৷ দু'দিন পর যমুনার পাড় থেকে উদ্ধার হয় স্নেহার দেহ৷

advertisement

আরও পড়ুন: ফের রাজস্থানে গেহলট-পাইলট দ্বন্দ্ব, কৌশলী অনশনে সচিন

স্নেহার মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার৷ স্নেহার মৃতদেহ সন্দেহজনক৷ তার শরীর পুড়ে গিয়েছে৷ মৃতের শরীরে কোনও জামাকাপড় নেই৷ মৃতদেহ দেখে অনুমান করা যায়, স্নেহার ওপর অত্যাচার করেই তাকে খুন করা হয়৷ পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

advertisement

স্নেহার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অজানা৷ তবে মৃত কিশোরীর ছোট বোন নেহা ত্রিপাঠী অভিযোগ করেছেন তার দিদি এবং তার বন্ধু গরিমার মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছিল। এরপর স্নেহার বাড়ির ওপর রীতিমতো চড়াও হয় গরিমা ও তার পরিবারের সদস্যরা৷ কুৎসিত ভাষায় গালিগালাজও করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপাতত লাশ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবতী কোনও এক বিষাক্ত পদার্থ খেয়ে যমুনা নদীতে ঝাঁপ দিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ঘটনার আসল কারণ জানা যাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: কিছু টাকার জন্য দুই বন্ধুর অশান্তি, শেষ পরিণতি শুনলে হাঁ হয়ে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল