TRENDING:

Baby girl found dead inside microwave: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?

Last Updated:

ওই দম্পতির একটি চার বছরের ছেলেও রয়েছে৷ গত জানুয়ারি মাসে অনন্যা নামে ওই শিশুকন্যার জন্ম দেন িডম্পল নামে ওই মহিলা (Baby girl found dead inside microwave)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: মাইক্রোওয়েভের (Microwave) মধ্যে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির (Delhi) চিরাগ দিল্লি এলাকায়৷ গতকাল দুপুরে শিশুকন্যার দেহ উদ্ধার হয়৷ শিশুটির বাবা- মা গুলশন কৌশিক এবং ডিম্পল কৌশিককে আটক করে জেরা শুরু করেছে পুলিশ৷ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে পুলিশ৷
মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ প্রতীকী ছবি, Photo-Reuters
মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ প্রতীকী ছবি, Photo-Reuters
advertisement

দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে এনডিটিভি দাবি করেছে, ঘটনায় প্রাথমিক ভাবে শিশুটির মাকেই সন্দেহ করা হচ্ছে৷ কারণ শিশুকন্যার জন্ম দেওয়ায় শুরু থেকেই হতাশ ছিলেন ওই মহিলা৷

আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, অভিযুক্তকে জামিন দিল POCSO আদালত, ভবিষ্যতের কথা ভেবেই রায় আদালতের

ওই দম্পতির একটি চার বছরের ছেলেও রয়েছে৷ গত জানুয়ারি মাসে অনন্যা নামে ওই শিশুকন্যার জন্ম দেন িডম্পল নামে ওই মহিলা৷

advertisement

প্রতিবেশী এক ব্যক্তিই শিশুকন্যার মৃত্যুর সংবাদ পুলিশকে জানান৷ ওই ব্যক্তির দাবি, ঘটনার পরই নিজেকে ঘরে তালাবন্ধ করে রাখেন ওই ডিম্পল৷ এর পর ডিম্পলের শাশুড়ি চিৎকার- চেঁচামেচী শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন৷

আরও পড়ুন: ভারতীয় সেনায় চাকরি চায় যুবক! প্রতি রাতে ১০ কিলোমিটার দৌড়ে চলছে প্রস্তুতি

advertisement

ওই প্রতিবেশীর কথায়, 'কাচ ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি ওই মহিলা এবং তাঁর ছেলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন৷ কিন্তু দু' মাসের অনন্যাকে আমরা দেখতে পাইনি!'

সেরা ভিডিও

আরও দেখুন
বউ রাগ করেছে? চাঁদের আলোয় ডিনার করলেই মন গলে যাবে! জায়গাটা চিনে রাখুন
আরও দেখুন

এর পরেই অনন্যার ঠাকুমা এবং প্রতিবেশীরা মিলে শিশুটির খোঁজে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালান৷ শেষ পর্যন্ত মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷ ঘটনার সময় শিশুটির বাবা নিজের দোকানে ছিলেন বলে জানা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Baby girl found dead inside microwave: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল