TRENDING:

সুপ্রিম রায়-কে সমর্থন, সব বয়সের মহিলাদের শবরীমালায় প্রবেশের পক্ষে বোর্ড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: নিজেদের সিদ্ধান্ত থেকে অবশেষে সরে দাঁড়াল ত্রাভানতকোর দেবাস্বোম বোর্ড(টিডিবি) ৷ সুপ্রিম রায়কে সমর্থন জানালেন বোর্ডের সদস্যরা ৷ পঞ্চাষোর্ধ মহিলারাই শুধু নন ৷ ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলারাও এবার অনায়াসে প্রবেশ করতে পারবেন শবরীমালা মন্দিরে ৷
advertisement

গত বছরের ২৮ সেপ্টেম্বর শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ের পুনর্বিবেচনার জন্য বুধবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে ৷ শুনানির দায়িত্বে ছিলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি আর এফ নারিম্যান, বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি ইন্দু মালহোত্রা এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷

আরও পড়ুন:  দিল্লির বস্তিতে হঠাৎ প্রিয়াঙ্কা, মাতলেন আড্ডায়, দেখুন...

advertisement

শুনানি চলাকালীন ইন্দু মালহোত্রা ত্রাভানতকোর দেবাস্বোম বোর্ডের কাউন্সেল রাকেশ দ্বিবেদি-কে প্রশ্ন করেন, আয়াপ্পার মন্দিকে সব বয়সের মহিলাদের প্রবেশের অধিকার নেই ৷ সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কি তারা নিজেদের অবস্থান কোনও পরিবর্তন করেছেন ? সেই প্রশ্নের উত্তরেই রাকেশ স্পষ্টভাষায় জানিয়ে দেন, ‘বোর্ড নিজের সিদ্ধান্ত বদলেছে ৷ সুপ্রিম কোর্ট শবরীমালা নিয়ে যে রায় দিয়েছে, সেই রায়কেই সমর্থন জানাচ্ছে ত্রাভানতকোর দেবাস্বোম বোর্ড ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

প্রসঙ্গত, সুপ্রিম রায়কে সমর্থন জানিয়ে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শন করেছিলেন কনকদুর্গা এবং বিন্দু ৷ তারপর থেকেই বিক্ষোভকারীদের রোষের মুখ পড়তে হয় তাঁদের ৷ এছাড়াও কনকদুর্গার স্বামীও তাঁকে বাড়িতে ঢুকতে দেননি ৷ অবশেষে, গতকাল অর্থাৎ মঙ্গলবার কেরলের মল্লপুরম গ্রামীণ আদালতের হস্তক্ষেপে বাড়ির পথে কনকদুর্গা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম রায়-কে সমর্থন, সব বয়সের মহিলাদের শবরীমালায় প্রবেশের পক্ষে বোর্ড