TRENDING:

BMC Mayor Update: ‘আর মাত্র ৬টা আসন...,’ মুম্বইয়ের মেয়র দৌড়ে ঘুরে যাবে অঙ্ক? নাকি সব ভুলে ফের বিজেপির হাত ধরবেন উদ্ধব

Last Updated:

এই সমস্ত জল্পনা যখন চলছে, তার মাঝেই কিন্তু মুম্বই পুরসভার মেয়র সহ মোট ৫ পদের জন্য লটারির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে মহারাষ্ট্রের আর্বান ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কে হবে মুম্বইয়ের মেয়র? মেয়র কি হবে বিজেপি’র, নাকি শিবসেনা একনাথ শিণ্ডে শিবিরের৷ নাকি সমস্ত অঙ্ক বদলে দিয়ে মুম্বইয়ের মেয়রের পদ নিজেরই কাছে রেখে দেবে উদ্ধব ঠাকরে৷ অঙ্ক কষা চলছে এখন অনেক দিকে৷ এমনকি, যে দেবেন্দ্র ফড়ণবীস তাঁর সরকার ফেলেছে, তাঁর সঙ্গেও উদ্ধবের গাঁটছড়া বাঁধার সম্ভাবনা অসম্ভব মনে করছে না অনেকে৷ কারণ, রাজনীতিবিদেরা বলছেন মহারাষ্ট্রের রাজনীতিতে টিকে থাকতে বৃহন্মুম্বই পুরসভার এই মেয়র পদটা বড্ড দরকার উদ্ধব ঠাকরের শিবসেনার৷
News18
News18
advertisement

বৃহন্মুম্বই পুরসভা, ভারতের সবচেয়ে বড় পুরসভা, যার বার্ষিক বাজেট ছাড়িয়ে যায় ৭৪,০০০ কোটি পর্যন্ত৷ ১১৮ জন কোটিপতি নিয়ে সেই মহাযূতি জোট নির্বাচনের নিরিখে টপকে গিয়েছে ম্যাজিক সংখ্যা ১১৪৷ নির্বাচনে ২২৭টি ওয়ার্ডের মধ্যে ৮৯টিতেই জয়ী হয়েছে বিজেপি এবং শিণ্ডের শিবসেনা৷

আরও পড়ুন: টানা ৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক! চলতি সপ্তাহ থেকেই…খুলবে সেই পরের সপ্তাহের মাঝামাঝি

advertisement

কিন্তু, সংখ্যা বললে কী হবে উদ্ধব ঠাকরে শিবসেনার (ইউবিটি)-র সঞ্জয় রাউত দাবি করছেন, নিজেদের ৬৫ এবং জোটসঙ্গীদের নিয়ে তাঁরা বর্তমানে ১০৮ টি আসনে দাঁড়িয়ে রয়েছেন৷ ম্যাজিক ফিগার ১১৪ থেকে মাত্র ৬টি আসন দূরে৷ তাই মুম্বই পুরসভার মেয়র কে হবে, সেই প্রশ্নের উত্তর পাওয়ার এখন অনেক দূরে৷

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ইউবিটির সাথে জোটবদ্ধ রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ তারা ৬টি আসন জিতেছে। কংগ্রেস, বঞ্চিত বহুজন আঘাদি (ভিবিএ) এর সাথে জোটবদ্ধ হয়ে ২৪টি আসন জিতেছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) ৮টি, সমাজবাদী পার্টি ২টি, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) ৩টি এবং শরদ পাওয়ার গোষ্ঠী ১টি আসন জিতেছে।

advertisement

আরও পড়ুন:সামনের মাসেই উচ্চ মাধ্যমিক! বিএলও-র দায়িত্ব সামলে কোন শিক্ষক কতদিন কাজ করবেন? বেঁধে দিল সংসদ

সঞ্জয় রাউত বলেন, “ইউবিটি, এমএনএস, কংগ্রেস এবং আমাদের মিত্রদের নিয়ে আমরা বর্তমানে ১০৮ নম্বরে আছি৷ লক্ষ্য ১১৪। আমরা মাত্র ছ’টা আসনের সামান্য পিছিয়ে আছি। শুধু অপেক্ষা করুন এবং দেখুন, মুম্বইয়ের রাজনীতিতে যে কোনও কিছু ঘটতে পারে।”

advertisement

এই সমস্ত জল্পনা যখন চলছে, তার মাঝেই কিন্তু মুম্বই পুরসভার মেয়র সহ মোট ৫ পদের জন্য লটারির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে মহারাষ্ট্রের আর্বান ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট৷

সেরা ভিডিও

আরও দেখুন
বসিরহাটের মহিলারা অবসর সময়ে তৈরি করছেন কতকিছু, বিক্রি হচ্ছে মেলা-অনলাইনে, লাভ হচ্ছে অঢেল
আরও দেখুন

আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভার মেয়র পদের জন্য রিজারভেশন লটারি অনুষ্ঠিত হবে৷ মন্ত্রকের কাউন্সিল চেম্বারে এই লটারি প্রক্রিয়া শুরু হবে ওই দিন সকাল ১১টা থেকে৷ তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), মহিলা এবং অনগ্রসর শ্রেণী (OBC)র জন্য চক্রাকার পদ্ধতিতে পদ সংরক্ষিত হয় এই প্রক্রিয়ায়৷ প্রক্রিয়া শেষ হলে তবেই মেয়র পদের নাম ঘোষণা করা যাবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BMC Mayor Update: ‘আর মাত্র ৬টা আসন...,’ মুম্বইয়ের মেয়র দৌড়ে ঘুরে যাবে অঙ্ক? নাকি সব ভুলে ফের বিজেপির হাত ধরবেন উদ্ধব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল