Higher Secondary Examination 2026: সামনের মাসেই উচ্চ মাধ্যমিক! বিএলও-র দায়িত্ব সামলে কোন শিক্ষক কতদিন কাজ করবেন? বেঁধে দিল সংসদ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ইতিমধ্যেই শিক্ষা সংসদের তরফ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশিকা পাঠানো হয়েছে। জানানো হয়েছে, থিওরি পরীক্ষায় হেড এগ্জ়ামিনাদের কাজ দেওয়া যাবে সর্বোচ্চ ২১ দিন। এগ্জ়ামিনারেরা সর্বোচ্চ তিন দিন কাজ করবেন।
কলকাতা: বিএলও-র দায়িত্ব সামলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ও আয়োজন! পরীক্ষায় শিক্ষকদের কাজের সময়সীমা বেঁধে দিল শিক্ষা সংসদ। আসছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্বাচন কমিশনের কাজের পাশাপাশি নিয়মমাফিক পঠনপাঠন জারি রাখতে হচ্ছে তাঁদের। আবার এরই উপর পরীক্ষার দায়িত্ব— শিক্ষকদের কাজের চাপ কমাতে পরীক্ষার কাজের সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিএলও হিসাবে কাজের পাশাপাশি শিক্ষকতার কাজ করতে হচ্ছে। তারই মধ্যে পরীক্ষা— আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষায় শিক্ষকেরা কে কতক্ষণ কাজ করবেন তা স্থির করে দিল সংসদ। অতিরিক্ত বা অনিয়মিত কাজের অভিযোগ যাতে না ওঠে, সে জন্যই কাজের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হচ্ছে বলে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
advertisement
advertisement
ইতিমধ্যেই শিক্ষা সংসদের তরফ থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশিকা পাঠানো হয়েছে। জানানো হয়েছে, থিওরি পরীক্ষায় হেড এগ্জ়ামিনাদের কাজ দেওয়া যাবে সর্বোচ্চ ২১ দিন। এগ্জ়ামিনারেরা সর্বোচ্চ তিন দিন কাজ করবেন।
স্কুটিনিয়ারদের সর্বোচ্চ কাজ থাকবে ১০ দিন। ডিস্ট্রিক্ট অ্যাডভাইজ়ারি কাউন্সিলের সদস্য শিক্ষকরা পাবেন সর্বোচ্চ ১৬ দিনের কাজ। সংসদের নমিনিদের সময় দেওয়া হবে সর্বোচ্চ ১৩ দিন। ছুটির দিন বা রবিবার কাজ করলে ‘অন ডিউটি’ দেওয়া হবে বলে কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
একই সঙ্গে প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট-এর পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা চলবে ২ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত। সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ইন্টারপ্রিটার ও লেখকের সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
Location :
West Bengal
First Published :
Jan 19, 2026 4:38 PM IST










