TRENDING:

BMC Elections: মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনে বড় জয়ের পথে বিজেপি-শিন্ডেরা! হারের মুখই দেখতে হবে ঠাকরে ভাইদের? ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Last Updated:

BMC Elections: কংগ্রেস পেতে পারে ২৩টি আসন এবং অন্যরা পেতে পারে ৭টি আসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বৃহস্পতিবার মহারাষ্ট্রে হয়ে গেল ২৯টি পুরসভার নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। অন্য দিকে ভোটের কারণে ছুটি ঘোষণা করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি এবং আধা-সরকারি প্রতিষ্ঠানে। বিভিন্ন বেসরকারি সংস্থার মতো আজ বন্ধ ছিল স্টক মার্কেট-ও। এই পরিস্থিতিতে ভোট গ্রহণের পর যে বুথ ফেরত সমীক্ষা হয়ে থাকে, তা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
কী হবে মহারাষ্ট্রে?
কী হবে মহারাষ্ট্রে?
advertisement

BMC নির্বাচনের জন্য ২২৭ ওয়ার্ডে ভোটগ্রহণ শেষ হয়েছে, আর এক্সটি পোল অনুযায়ী মহাযুতি জোট বড় জয় পেতে পারে। JVC exit poll অনুযায়ী, মহাযুতি জোট পেতে পারে ১৩৮টি আসন, আর উদ্ধব এবং রাজ ঠাকরের জোট পেতে পারে ৫৯টি আসন। একই সঙ্গে কংগ্রেস পেতে পারে ২৩টি আসন এবং অন্যরা পেতে পারে ৭টি আসন।

advertisement

বৃহস্পতিবার সকাল ৭.৩০টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫.৩০টা পর্যন্ত চলে গ্রেটার মুম্বইয়ের ২২৭টি ওয়ার্ডে। মুম্বই-তে মোট ১,৭২৯ জন প্রার্থী রয়েছে ২২৭টি আসনের জন্য। শহরে মোট ১,০৩,৪৪,৩১৫ জন ভোটার — ৫৫,১৬,৭০৭ জন পুরুষ, ৪৮,২৬,৫০৯ জন মহিলা এবং ১,০৭৭ জন অন্যান্য লিঙ্গের ভোটার রয়েছে।

ভোটারদের উৎসাহিত করতে পৌর এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ভোট গণনা শুরু হবে শুক্রবার সকাল ১০টা থেকে, আর ফলাফল পাওয়া যাবে দিনের শেষে। শেষ BMC নির্বাচন হয়েছিল ২০১৭ সালে এবং BMC-র মেয়াদ শেষ হয় মার্চ ৭, ২০২২-এ। তারপর থেকে মুম্বই পৌর সংস্থা একজন প্রশাসক দ্বারা পরিচালিত হচ্ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জমজমাট পুরুলিয়ার রঘুনাথপুর চ্যাম্পিয়ন ট্রফি, ব্যাট-বলের লড়াইতে এ যেন জেলার আইপিএল
আরও দেখুন

এদিকে, Sakal exit poll অনুযায়ী এই নির্বাচনে BJP-র নেতৃত্বাধীন মহাযুতি জোট পেতে পারে ১১৯টি আসন নিয়ে, Shiv Sena (UBT)-র নেতৃত্বাধীন জোট পেতে পারে ৭৫টি আসন নিয়ে। কংগ্রেস পেতে পারে প্রায় ২০টি আসন, আর অন্যান্য দল পেতে পারে ১৪টি আসন। Axis-My India বলছে BJP-র নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট, এরপর Shiv Sena (UBT)-র নেতৃত্বাধীন জোট পেতে পারে ৩২ শতাংশ ভোট, আর কংগ্রেস এবং অন্যরা পেতে পারে ১৩ শতাংশ ভোট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BMC Elections: মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনে বড় জয়ের পথে বিজেপি-শিন্ডেরা! হারের মুখই দেখতে হবে ঠাকরে ভাইদের? ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল