সম্প্রতি তামিলনাড়ুর কুন্নুরের একটি বাড়ির একেবারে দোড়গোড়ায় চলে আসে একটি ব্ল্যাক প্যান্থার৷ সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য৷ ব্ল্যাক প্যান্থারের দেখা এমনিতেই সচরাচর মেলে না৷ সেই ব্ল্যাক প্যান্থার একেবারে মানুষের বাড়়ির দরজায় চলে আসছে, এমন ঘটনা সত্যিই বিরল৷
আরও পড়ুন: ছুরি, ইট, গণেশের মূর্তি দিয়ে আঘাত! কোন্ননগরে বাড়িতেই খুন ৮ বছরের বালক, কারণ ঘিরে রহস্য
advertisement
আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি ব্ল্যাক প্যান্থার বাড়ির সদর দরজার সামনে দিয়ে রাজকীয় ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে৷
ভিডিওটি শেয়ার করে ওই আইএফএস অফিসার লিখেছেন, ভাবুন, এরকম কেউ যদি আপনার বাড়িতেও চলে আসে? নীলগিরির একটি বাড়ির দৃশ্য৷ আপনারা কেউ বলতে পারবেন, এরকম ব্ল্যাক প্যান্থার আর কোথায় দেখতে পাওয়া যায়?
স্বভাবতই এমন দৃশ্য দেখতে পেয়ে অবাক এবং মুগ্ধ হয়েছেন পশুপ্রেমী এবং নেট ব্যবহারকারীরা৷ কারণ জঙ্গলে জঙ্গলে ঘুরলেও ব্ল্যাক প্যান্থারের মতো বিরল প্রাণীর দেখা মেলা ভাগ্যের ব্যাপার৷ সেখানে বাড়ির সদর দরজায় ব্ল্যাক প্যান্থার হাজির হয়েছে, তা যেন দেখেও বিশ্বাস হচ্ছে না অনেকের৷