TRENDING:

Viral Video: কুচকুচে কালো চেহারা,বাড়ির দরজায় ও কে? তামিলনাড়ুর এই ঘটনা যেন অবিশ্বাস্য

Last Updated:

আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুন্নুর: জনবসতি যত বাড়ছে, ততই কমছে সবুজ৷ এমন কি বনাঞ্চলেও থাবা বসাচ্ছে মানুষ৷ বনাঞ্চলের আশেপাশেও গড়ে উঠছে মানুষের ঘরবাড়ি৷ ফলে কখনও খাবারের সন্ধানে, কখনও আবার অন্য কোনও কারণে সেখানে চলে আসছে বন্যপ্রাণীরা৷ ঠিক যেমনটা ঘটল তামিলনাড়ুর নীলগিরির জঙ্গল লাগোয়া একটি এলাকায়৷
সিসিটিভিতে ধরা পড়ে গোটা ঘটনা৷
সিসিটিভিতে ধরা পড়ে গোটা ঘটনা৷
advertisement

সম্প্রতি তামিলনাড়ুর কুন্নুরের একটি বাড়ির একেবারে দোড়গোড়ায় চলে আসে একটি ব্ল্যাক প্যান্থার৷ সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য৷ ব্ল্যাক প্যান্থারের দেখা এমনিতেই সচরাচর মেলে না৷ সেই ব্ল্যাক প্যান্থার একেবারে মানুষের বাড়়ির দরজায় চলে আসছে, এমন ঘটনা সত্যিই বিরল৷

আরও পড়ুন: ছুরি, ইট, গণেশের মূর্তি দিয়ে আঘাত! কোন্ননগরে বাড়িতেই খুন ৮ বছরের বালক, কারণ ঘিরে রহস্য

advertisement

আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি ব্ল্যাক প্যান্থার বাড়ির সদর দরজার সামনে দিয়ে রাজকীয় ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে৷

ভিডিওটি শেয়ার করে ওই আইএফএস অফিসার লিখেছেন, ভাবুন, এরকম কেউ যদি আপনার বাড়িতেও চলে আসে? নীলগিরির একটি বাড়ির দৃশ্য৷ আপনারা কেউ বলতে পারবেন, এরকম ব্ল্যাক প্যান্থার আর কোথায় দেখতে পাওয়া যায়?

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

স্বভাবতই এমন দৃশ্য দেখতে পেয়ে অবাক এবং মুগ্ধ হয়েছেন পশুপ্রেমী এবং নেট ব্যবহারকারীরা৷ কারণ জঙ্গলে জঙ্গলে ঘুরলেও ব্ল্যাক প্যান্থারের মতো বিরল প্রাণীর দেখা মেলা ভাগ্যের ব্যাপার৷ সেখানে বাড়ির সদর দরজায় ব্ল্যাক প্যান্থার হাজির হয়েছে, তা যেন দেখেও বিশ্বাস হচ্ছে না অনেকের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: কুচকুচে কালো চেহারা,বাড়ির দরজায় ও কে? তামিলনাড়ুর এই ঘটনা যেন অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল